Friday, 13 February 2015

বসন্ত নয়, বৈশাখের অপেক্ষায় মম...

শীত শেষ। বসন্ত সমাগত। অথচ অভিনেত্রী মম অপেক্ষা করছেন বৈশাখের। কিন্তু কেন? প্রিয়.কমের পক্ষ থেকে মম’র সঙ্গে কথা বলে মুষান্না ইমি জানাচ্ছেন তার কারন... জীবনের শুরুটা তার রুপালী পর্দা দিয়ে, ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ বিজয় মুকুট মাথায় পরে রুপালী পর্দায় আর্বিভাব ঘটে তার। খুব চটপটে হাসি খুশি মেজাজের এই মেয়ে এরইমধ্যে মিডিয়াতে তার শক্ত অবস্থান গড়েছেন। পুরো নাম জাকিয়া বারী মম। প্রিয় ডট কম থেকে তাকে যোগাযোগ করা হলে পুরোটা সময় প্রানবন্তভাবে কথা বললেন সদা হস্যোজ্জল মম। প্রথমেই কথা হলো তার নতুন চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ নিয়ে। এ ছবিতে নীলা চরিত্রটি তার জন্য চ্যালেঞ্জিং একটা চরিত্র বলে মনে করেন তিনি। চরিত্রটি কতখানি দর্শক প্রিয়তা পাবে জানতে চাইলে মম বললেন, ‘শিহাব শাহীনের সাথে এর আগেও কাজ করেছি নীলপরী নীলাঞ্জনা নাটকে নীলা চরিত্রে, নীলা চরিত্রটি খুবই সাধারন একটা মেয়ের প্রেমের গল্প। দর্শক আমাকে খুব সুন্দরভাবে গ্রহন করেছিলো নাটকটিতে। নীলা চরিত্রটি আমার কাছে খুবই রোমান্টিক মনে হয়, চরিত্রটি পেয়ে আমি খুব খুশি। ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমি মম আবারো দর্শকদের সামনে নিজেকে নীলা চরিত্রে তুলে ধরবো আরেফিন শুভর বিপরীতে। কাজ পাগল এই অভিনেত্রী সবসময় নিজেকে গুছিয়ে রেখেছেন কাজের পরিসরে যেমন, তেমন ঘরের মধ্যেও যেন পরিবারের সবাই তাকে সবসময় তাকে কাছে পেয়েছে। পাশাপাশি সময় বের করে নিয়েছেন নিজের অধ্যাবসায়টার জন্য। তিনি মনে করেন নিজের জায়গাটাকে পরিচ্ছন্ন রাখার জন্য সততা ও সাধনা প্রয়োজন। মম বিশ্বাস করেন প্রতিটি কাজের একটা নির্দিষ্ট বয়স থাকে, তাই নির্দিষ্ট বয়সের মাঝেই কাজকে ভালোবেসে এগিয়ে গেলে জীবনে সাফল্য আসবেই। পড়াশুনার পাট চুকিয়ে নিজেকে এখন অভিনয়ে ব্যস্ত রেখেছেন তিনি। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে পুরানো বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয় জীবনের আনন্দে মেতে ওঠেন। পড়াশোনা শেষ করে কোন চাকরি করার ইচ্ছে আছি কি- না? এমন প্রশ্ন করলে বলেন, ‘আপাতত কোন চাকরি করার ইচ্ছা নেই, তবে চাকরিটা যদি হয় অভিনয়ের সাথে জড়িত তবে সেটা অবশ্যই করবো।’ বড় পর্দার বাইরে ছোটপর্দায়ও কাজ করছেন। এবারের ভালোবাসা দিবসে আলভী আহমেদের ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’সহ বেশকিছু নাটকে দেখা যাবে তার মুখ। তাই জানতে চাওয়া- ছোট পর্দা ও বড় পর্দা কোনোটাকে আলাদা করে দেখেন কি- না? মম মিষ্টি হেসে বললেন, ‘না, আভিনয়টাকে সবচেয়ে বেশি জোর দিচিছ। কারণ যাতে আমার ভক্ত দর্শকদের কিছু দিতে পারি, এবং তাদের কাছে যেন মম হয়ে সারা জীবন থাকতে পারি! বর্তমানে বড়পর্দার বেশকিছু কাজের প্রস্তাব পেয়েছেন। চুড়ান্ত হলে শিগগিরই দর্শকদের আনন্দের সংবাদটা জানিয়ে দিবেন মম। তবে আপাতত মমর চোখ আরেফিন শুভর সঙ্গে জুটি হয়ে ‘ছুঁয়ে দিলে মন’ ছবি এর দিকে। বৈশাখে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়। তাই, মম’র চোখ এখন বৈশাখের দিকে...

SHARE THIS

Facebook Comment

0 comments: