এক পেহেলি লীলা’ সিনেমাটি লীলার তিন প্রজন্মের
প্রেমকাহিনি নিয়ে তৈরি করা হয়েছে। এই সিনেমাতে লীলার চরিত্রে অভিনয় করেছেন বলিউডের
বর্তমান সবচেয়ে আলোচিত অভিনেত্রী সানি লিওন। এই সিনেমায় তিনটি লুকে দর্শকদের সামনে
হাজির হয়েছেন সানি। একবার দেবী, একবার ভিক্টোরায়ান সিক্রেট অ্যাঞ্জেল আর একবার
আইটেম সংয়ে ডান্স করতে। সিনেমা প্রেমীরা অপেক্ষায় রয়েছেন, সানির এ থ্রি ইন ওয়ান
রূপ দর্শকদের কেমন মুগ্ধ করে।
এ সিনেমায় রাজস্থানি পোশাকে মানবী অপ্সরা হয়ে
ওঠেছেন সানি। সমালোচকরা বলছেন এ সিনেমাতে সানিকে আগের সিনেমাগুলোর চেয়েও বেশি
আবেদনময়ী দেখাচ্ছে।
এই সিনেমাতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে
জয় ভানুশালীকে।

0 comments: