Tuesday, 17 February 2015

আমি চাই মানুষকে সঠিকভাবে প্রভাবিত করতেঃ জ্যাকলিন


শ্রীলংকান বংশোদ্ভূত জ্যাকলিন ফার্নান্দেজের স্কুলজীবন কেটেছে বাহরাইনে। স্কলারশিপ পেয়ে তিনি ইউনিভার্সিটি অব সিডনি থেকে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন। তিনি ২০০৬ সালে মিস শ্রীলংকা ইউনিভার্স খেতাব লাভ করেন। সুজয় ঘোষ পরিচালিত ‘আলাদিন’ সিনেমার মধ্য দিয়ে এই অভিনেত্রী বলিউডে পা রাখেন। একে একে তিনি অনেকগুলো সিনেমা উপহার দিয়েছেন, এর মধ্যে ‘হাউসফুল’, ‘কিক’ ছিল দারুণ ব্যবসাসফল। এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘রয়’ কয়দিন আগেই মুক্তি পেয়েছে। এই সিনেমায় তিনি অর্জুন রামপাল ও রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছেন। বর্তমানে এই অভিনেত্রী করণ জোহর প্রযোজিত ‘ব্রাদার্স’ সিনেমা কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
কলকাতাভিত্তিক দৈনিক এবেলা’তে সাম্প্রতিক নানাভাবনা নিয়ে মুখোমুখি হয়েছিলেন এই নায়িকা। প্রিয়.কমের পাঠকের জন্য সাক্ষাৎকারটি প্রকাশিত হল...
কিক’ এর সাফল্যই কি ইণ্ডাস্ট্রিতে জমিটা পোক্ত করে দিল?
সেটা তো সকলেই দেখতে পাচ্ছেন। কিক সাইন করার পর আমার কেরিয়ারে যেমন একটা বদল এসেছিল, দৃষ্টিভঙ্গিও বদলেছিল। ছবিটা মুক্তির পর এমন একটা দিনও আসেনি, যেদিন আমি কাজ করিনি। এর চেয়ে ভালো আর কি হতে পারে (হাসি)? ক্যারিয়ারটা নতুন করে লঞ্চ করেছে ‘কিক’। নিজের কাজে আস্থা রাখতে শিখিয়েছে।
ক্যাটরিনা কাইফের পর আপনিই একমাত্র অভিনেত্রী যাকে জোরদারভাবে প্রোমোট করেছে সালমান। তার সঙ্গে নিশ্চয়ই আপনার বিশেষ কোন সম্পর্ক আছে?
সালমান আসলে খুব লাকি। আমাকে, আমার কাজকে বরাবরই সাপোর্ট করেছে ও । ‘কিক’এ যখন আমাকে সাইন করিয়েছিল, বেশ অবাক হয়েছিলাম! কিন্তু সালমান বলেছিল, এই সুযোগটা আমার প্রাপ্য। খেটেখেটে নিজের জায়গা তৈরী করেছি বলে।
নতুন ছবি সই করার আগে সালমানের সঙ্গে পরামর্শ করবেন নাকি?
তা করি বটে! সাজিদের (নাদিয়াদওয়ালা) সঙ্গেও কথা বলি। সুজয় ঘোষ, সোনম কাপুরেরও পরামর্শ নেই।
সবার নামই দেখছি এস দিয়ে শুরু...
এটাতো ভেবে দেখিনি! এস ফ্যাক্টরটা আমার জন্য লাকি বোধহয়!
কিছুদিন আগেই নিজের মন খারাপ উৎকণ্ঠা নিয়ে মুখ খুলেছিলেন দীপিকা পাডুকোন। আপনার জীবনে এমন সময় সময় এসেছে কখনও?
এই খারাপ থাকাটার মধ্যে দিয়ে অনেক অভিনেতাকেই যেতে হয়। কিন্তু সে ব্যাপারে কিচ্ছু বলেন নি তাঁরা। আমি বরাবরই সততায় বিশ্বাসী। দীপিকা যে সৎভাবে নিজেকে মেলে ধরেছে সেটা বড় ভালো লেগেছে। নিজের আবেগ অনুভূতি নিয়ে লজ্জিত হওয়ার তো কিছু নেই। আমার সঙ্গেও এমনটা হয়েছে। ছবি ফ্লপ করেছে। মাসের পর মাস বাড়িতে বসে থেকেছি কাজ না পেয়ে। ভারতে যখন প্রথম এসেছি, কাউকে চিনতাম না, তখনও মন খারাপ হতো।
কি করতেন সে সময়টায়?
জীবনে যাই করিনা কেন সেটার প্রতি সৎ থাকা উচিত! ছবি যখন চলছিল না তখন তেমন ভাল হিন্দী বলতাম না। অভিনয়ও যে দারুণ করতাম এমন নয়! ঠিক করে নিযেছিলাম। এগুলোর পেছনে খাটতে হবে।
সদ্য মুক্তি পেল ‘রয়’। রনবীর কাপুর আর অর্জুন রামপালের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
রণবীরের সাথে শ্যুটিংয়ের সময়ই প্রথম আলাপ। শট দিয়েই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ত গম্ভীর মুখে। ভাবতাম ভারী কাজ করছে বোধহয়! একদিন উঁকি মেরে দেখি, ক্যাণ্ডি ক্রাশ খেলছে (হাসি)! একসঙ্গে কাজ করতে করতেই স্বচ্ছন্দ হয়ে গিয়েছিলাম। এমনিতে ও খুব ভালো মানুষ। সহশিল্পীদের সম্মান করে। পাক্কা পেশাদার। সময়মতো সেট এ এসে কাজ সেরে চলে যেত। অর্জুন আবার এনার্জিতে টইটুম্বুর। ও সেট এ থাকা মানেই ওর চারপাশে নানারকম ঘটনা ঘটতে থাকবে। কিছুতেই দূরে সরে থাকা যায় না। শট এর আগে রিহার্সেল করে বলে সহশিল্পীদের সঙ্গে সম্পর্কটাও সহজ হয়ে যায়। রণবীর আর অর্জুন, দুজনের সঙ্গেই কাজ করে দুর্দান্ত লেগেছে!
প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করলেন। দু’ধরনের চরিত্র নিয়ে টানা পড়েনে পড়তে হয়েছিল?
দুটো চরিত্র সত্যিই একে অপরের চেয়ে আলাদা। আয়েষা (একটি চরিত্রের নাম) পেশায় পরিচালক। নিজের ক্যারিয়ার নিয়ে প্যাশনেট। আরেকজন টিয়া। চিত্রশিল্পীদের ছবি সংগ্রহে রাখে। চরিত্রটা গ্ল্যামরাস। একা থাকতে ভালোবাসে। রহস্যে ঘেরা! দুটো চরিত্রের লুক আলাদা। সহশিল্পী আলাদা! একই সময় দু’টো অন্য ছবির শ্যুটিং যেভাবে করি, এই দুটো চরিত্রকেও সেভাবেই সামলেছিলাম।
‘রয়’ এর একটা দৃশ্যতো পরিচালনাও করেছেন...
একদম অ্যাকশন বলা থেকে শুরু করে গোটা সিনটা পরিচালনা করেছি। আমাদের ডিওপি হিম্মন( ধামিজা) স্যার শিখিয়েছিলেন, কীভাবে ক্যামেরা ব্যাবহার করতে হয়, ফোকাস ঠিক রাখতে হয়, মোশন ট্যাকল করতে হয়। আমার কাজ দেখে খুব খুশি হয়েছিল ভিকি। (বিক্রমজিৎ সিংহ, পরিচালক)।
সত্যি সত্যি ছবি পরিচালনা করবেন কখনও?
তেমন কিছু ভাবিনি। অভিনয় করাটাই আমার জন্য ভাল মনে হয়!
২০১৫ সালে কীসের দিকে তাকিয়ে আছেন?
পাঁচটা ছবি মুক্তি পাবে এ বছর। তার মধ্যে দু’টো বিদেশি। এটা নিয়ে আমি খুব উত্তেজিত! কারণ বরাবরই বছরে একটা করে ছবি মুক্তি পায় আমার। তা ছাড়া বেশ কিছু ছবির শুটিংও চলবে। এভাবে বাঁচতেই ভালো লাগে। কাজকর্ম নিয়ে!
সালমানের সঙ্গে কোন ছবি করছেন?
এখনই নয়। তবে সালমান কথা দিয়েছে একসঙ্গে কাজ করবে।
সোনম কাপুরের সঙ্গে এত বন্ধুত্ব হল কী করে?
শুরুটা যে কী করে হয়েছিল, সত্যিই জানি না। এমনিতে আমাদের মধ্যে কোন প্রতিযোগী মনোভাব নেই। একে অপরকে সম্মান করি। প্রয়োজেনে সাহায্যও করি। আমার বহু উত্থান পতনের সময় পাশে থেকেছে সোনম। এখনো কোন পরামর্শ দরকার হলেই ওর সঙ্গে কথা বলি। বিশেষ করে কাজের ব্যাপারে। সোনম কখনও নিরাপত্তাহীনতায় ভোগে না । বরাবরই আত্মবিশ্বাসী, লক্ষ্যে স্থির। কী চায় সেটা ঠিকঠাক জানে। বলিউডে ওর চেয়ে বন্ধু হিসেবে কাউকে ভাবতে পারিনা!
আপনার ইনস্টাগ্রাম, টুইটার ফিড- সর্বত্রই ফিটনেস আর ডায়েট নিয়ে নানা টিপস দেখা যায়। এ ব্যাপারে বই লেখা বা ডিভিডি বের করার কোন পরিকল্পনা কি আছে?
করতে তো চাই-ই! তবে এখন অন্যান্য কাজের মাঝে একটু মুশকিল হবে বোধহয়। ভবিষ্যতে এরকম কিছু করার ইচ্ছে আছে। তারকা হওয়ার সুবিধা হল, অনেকে আপনার কথা শুনবে। আমি চাই মানুষকে সঠিকভাবে প্রভাবিত করতে। কাউকে যদি ঠিকটাক খাওয়াদাওয়া করার, নিজের দেখভাল করার উৎসাহ যোগাতে পারি, ভালই তো হয়!
‘জুম্মে কি রাত’ এর সাফল্যের পর কি প্রচুর আইটেম নাম্বারের অফার পেলেন?
একটাও পাইনি! শুনে অবাক লাগলেও এটাই সত্যি।
২০১৫’ এ কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চান?
হৃতিক রোশন। আমি ওর কাজের বিশাল ভক্ত। দারুণ হবে হৃতিকের সঙ্গে কাজ করতে পারলে!
পরিচালক?
অনেকেই রয়েছেন। ইমতিয়াজ আলি, সঞ্জয় লীলা বনশালী। এঁদের প্রত্যেকের কাজ দারুণ লাগে।
আপনার বেস্টফ্রেন্ড সোনম তো সালমানের সঙ্গে কাজ করছেন। শ্যুটিং শুরুর আগে সালমানেকে নিয়ে কিছু শুরুর আগে সালমানকে নিয়ে কিছু পরামর্শ দিলেন নাকি ওকে?
সোনম তো ‘সাওয়ারিয়া’তেই কাজ করে ফেলেছে সালমানের সঙ্গে। আমি যখন প্রথম কাজ করলাম, ও-ই আমায় পরামর্শ দিয়েছিল। তবে সালমানকে নিযে আলোচনা করতে আমরা সত্যিই ভালোবাসি। ওর সঙ্গে আমাদের দুজনের অভিজ্ঞতাই খুব ভাল।
সোনম ছাড়া বলিউডে আর কার সাজগোজ ভাল লাগে?
কঙ্গনা রানাউত
বলিউডে অভিনেতাদের জুটি তো অনেক আছে। সালামান-গোবিন্দ থেকে অর্জুন রণবীর বা বরুণ-সিদ্ধার্থ। কোন নায়িকার সঙ্গে আপনার জুটি হিট করবে বলে আপনার জুটি হিট করবে বলে মনে হয়?
সোনম। কারণ আমাদের রসায়ন দারুণ। পর্দায় সেটা ফুটে উঠবে। সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও মজাদার হবে। সোনমের সঙ্গে কাজের সুযোগ পেতে নিজের হাতটাও কেটে দিতে পারি। তাছাড়া কঙ্গনার সঙ্গেও আমার ভালো সম্পর্ক। আনুষ্কা আর প্রিয়াংকার সঙ্গেও আমাকে ভালই লাগবে বলে মনে হয়!



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: