Wednesday, 18 February 2015

সারিকার মতো শক্ত প্রতিদ্বন্দ্বীও নেই: শখ


জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শখ সম্প্রতি বলেছেন মডেল হিসেবে বাংলাদেশে তার কোন প্রতিদ্বন্দ্বী নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শখ বলেন, আমি যখন শুরু করেছিলাম, তখন সারিকাও দোর্দণ্ড প্রতাপে কাজ করছিল। তখন একটি প্রতিযোগিতা ছিল আমাদের। সারিকা ভালো কাজ করছে, তার থেকেও আমাকে আরও ভালো কাজ করতে হবে- এমনই ভাবতাম। সারিকা সরে যাওয়ার পর সেভাবে প্রতিযোগিতা নেই আমার। সারিকার মতো শক্ত প্রতিদ্বন্দ্বীও নেই আমার। তবে প্রতিযোগিতা থাকলে ব্যাপারটি দারুণ হত। ভালো কাজের প্রতি স্পৃহা আরও বেড়ে যেত আমার।
টিভি নাটকের পাশাপাশি শখ এবার চলচ্চিত্রে মনোযোগী হতে চান। তবে টিভি নাটককে যারা অবহেলা করে তাদের এক হাত দেখে নিলেন তিনি ওই সাক্ষাৎকারে। টিভি নাটক থেকে সিনেমায় যাওয়া সাম্প্রতিক নায়িকাদের নিয়ে নির্মাতাদের ঝুঁকির সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা কিন্তু মুখে মুখে বলছি যে আমাদের চলচ্চিত্রে পরিবর্তন এসেছে। কিন্তু সত্যিই কি পরিবর্তন এসেছে? এসব চিন্তাভাবনার কোনো যুক্তি নেই।বড় পর্দা-ছোট পর্দা নিয়ে যারা তর্ক করছেন, তাদের বলবো, ছোট পর্দাকে এত অবহেলা করার কিছু নাই। আমরা যারা নাটক থেকে আসছি, তারা অভিনয় ব্যাপারটি হাতে-কলমে শিখে তবেই আসছি। ভারতের ক্ষেত্রেই দেখুন না, নবাগতদের সবাই কিন্তু টিভি সিরিয়াল থেকে উঠে এসেছে। আমি বলবো, আমরা যারা টিভি নাটক থেকে চলচ্চিত্রে কাজ করতে এসেছি বা আসছি তাদের আরও বেশি সুযোগ করে দিতে হবে। একজন অভিনেতার যদি প্রতিভা, যোগ্যতা আর কাজের প্রতি ভালোবাসা থাকে তবে সে যে মাধ্যম থেকেই আসুক না কেন, ভালো করবেই।
এবছর থেকে সিনেমায় আবার নিয়মিত হতে চান শখ। তবে তিনি চলচ্চিত্রে নিজের ক্যারিয়ারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন বলে জানিয়েছেন। আরো প্রস্তুতি চাই তার...

সূত্র: বিডিনিউজ২৪.কম



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: