টালিগঞ্জ এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি
দাম বাংলাদেশি একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
শনিবার দুপুরে তিনি ঢাকায় এসে পৌছান।
হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় নির্মাণাধীন
‘সত্তা’ সিনেমাতে অভিনয় করছেন তিনি।
এ সিনেমার শুটিংয়ের জন্য তিনি ৭ দিন বাংলাদেশে
অবস্থান করবেন বলে জানা গেছে। তবে ৭ দিনে প্রথম লটের কাজ শেষে পাওলি ফিরে যাবেন।
সিনেমার বাকি অংশের কাজের জন্য পরবর্তীতে আবারো ঢাকায় আসবেন তিনি।
‘সত্তা’ সিনেমাতে পাওলির বিপরীতে অভিনয় করবেন
চিত্র নায়ক শাকিব খান।
উল্লেখ্য, কয়েক বছর আগে ‘মনের মানুষ’ ছবিতে
অভিনয়ের জন্য প্রথম ঢাকায় এসেছিলেন পাওলি। এরপর আরো দুবার সংক্ষিপ্ত সফরে ঢাকায়
আসেন তিনি।

0 comments: