Tuesday, 10 February 2015

ওয়ার্ল্ড কাপের গানে মডেল দিঘী

প্রথমবারের মতো গানের ভিডিওতে মডেল হলো কিশোরীশিল্পী দিঘী। আসছে আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫ উপলক্ষে নতুন গানের ভিডিও ‘লাল-সবুজ’। শুক্রবার ঢাকার পশ্চিম রাজাবাজারে দিঘীদের বাসার ছাদে গানটির শুটিং হয়। গানটিতে দিঘীর সঙ্গে আরো অংশ নেন তার বাবা অভিনেতা সুব্রত। গানটির ভিডিও নির্মাণ করেছেন জিয়াউদ্দীন আলম। মিউজিক ভিডিওটিতে দিঘী-সুব্রত ছাড়াও আরো মডেল হয়েছেন রিয়াজ, আমিন খান, ইমন, ববি, মিলন, মারুফ, আইরিন, বাঁধন, অমৃতা, বাপ্পি, পরীমনি, জায়েদ খান, মৌসুমী হামিদ, অ্যানি, অন্তু করিমসহ আরো অনেকে। জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি আগামী ১৩ ফেব্রুয়ারি ইউটিউব, ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: