Monday, 9 February 2015

ঢালিউডে ফাঁকা আওয়াজ চলছেই

সিনেমার প্রচারের জন্য প্রযোজক পরিচালকরা কত কিছুই না করে। কনসার্ট, পার্টি, র্যালী, পাড়ায় পাড়ায় ঘুরে প্রচারণা, টকশো আরো কতো কি। কিন্তু বাংলাদেশি প্রযোজক-পরিচালকরা সেই প্রচারণার ছিটেফোঁটাও করেন না। উল্টো বেশিরভাগ পরিচালককেই দেখা যায় ফাঁকা বুলি ছুঁড়তে। দেশীয় তারকাদের পাশাপাশি তারা চমক হিসেবে ঘোষণা করেন বিদেশি কোনো বিখ্যাত তারকার নাম। অমুক ছবিতে অমুক তারকা এসে অভিনয় করছেন এমন ট্রেন্ড সম্প্রতি খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলিউডি ও টলিউডি তারকাদের নাম ভাঙিয়েই এমন প্রচারণা বেশি হচ্ছে। যেমন, অনন্ত জলিল তার মোস্ট ওয়েলকাম টু ছবির প্রচারণা বাড়াতে ঘোষণা দিলেন যে, ছবিটির আইটেম গানে পারফর্ম করবেন বলিউডের হটগার্ল বিপাশা বসু। কিন্তু আদতে ঘটে তার উল্টো। এদিকে এ মাসের প্রথমেই শোনা গেল রাকিবুল আলম রাকিব পরিচালিত 'প্রেম করবো তোমার সাথে' ছবির একটি আইটেম গানে নাচবেন বলিউডের আনুশকা শর্মা। বেশ কিছু নিউজও হলো নানা পত্রিকায়। কিন্তু শেষ পর্যন্ত অনুসন্ধান করে দেখা গেল যে, আনুশকা নয়- সে আইটেম গানে পারফর্ম করেছেন বাংলাদেশি আইটেমগার্ল বিপাশা কবির। এভাবেই ছোঁড়া হচ্ছে নানা ফাঁকা বুলি। অবশ্য এসব নতুন কিছু নয়, এরকম ফাঁকা আওয়াজ বহু আগে থেকেই চলে আসছে। ভবিষ্যতেও হবে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, হুট করে ফিল্ম বানানোর ঘোষণা দিয়েই নিজেকে বিরাট কিছু জাহির করতে গিয়ে অনেকেই এমন ঘোষণা দেন। কিন্তু তিনি আদতে যে কিছুই না তা জানেন না। এসব ফাঁকাবুলি ছাড়াই অনেক ভালো প্রচারণা করা যায়।'

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: