Tuesday, 27 January 2015

আইটেম গান শিশুদের উপর যৌন প্রভাব ফেলছে: শাবানা আজমী


আগে সীমিত আকারে থাকলেও বলিউড ছবিতে বর্তমান সময়ে চলছে আইটেম গানের হিড়িকতবে এ আইটেম গানকে ভারতীয় সংস্কৃতির জন্য খুব বেশি ইতিবাচক বলে মনে করেন না ভারতীয় অভিনেত্রী শাবানা আজমী
গত রোববার শাবানা আজমী বলেন, বর্তমানে আমাদের দেশের সিনেমাগুলোতে যে আইটেম গানগুলো হচ্ছে তা ছোট-ছোট বাচ্চাদের উপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলছে
সম্প্রতি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে দেখতে পাই ৪-৫ বছরের বাচ্চা মেয়েরা আইটেম গানের ন্যায় যৌন অঙ্গভঙ্গি করে নাচছে যা দেখতে একটুও ভালো লাগছেনাতিনি এ সময় আরও বলেন, আইটেম গানের মাধ্যমে যে যৌনতা দেখানো হচ্ছে তার মাধ্যমে ছোট বাচ্চারাই বেশি প্রভাবিত হচ্ছে
শাবানা আজমী এ সময় বলেন, আমি কাউকে আদেশ দিচ্ছিনা তবে যারা এই আইটেম গান করছে তারা যেন সমাজের দিকে তাকিয়ে এ উপসংস্কৃতি থেকে বেড়িয়ে আসে
তিনি বলেন, অভিনেত্রীরা যেন আইটেম গান করার সময় একটু বুঝেশুনে ভাল আইটেম গান করেন যা সমাজের মধ্যে এবং সংস্কৃতির মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: