Wednesday, 28 January 2015

সুইটহার্টের জন্য ব্যাংককে মিম


সুইটহার্ট ছবির শুটিং করতে বর্তমানে ব্যাংককে আছেন বিদ্যা সিনহা মিমছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমনমিম এর আগে অভিনয়ের জন্য বিভিন্ন দেশে গেলেও ব্যাংককে এটিই তার প্রথম সফরএতে তার সহশিল্পী হিসেবে কাজ করছেন রিয়াজ ও বাপ্পী
এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছেএ প্রসঙ্গে মিম বলেন, ব্যাংককের পাতায়ায় আমাদের তিনটি গানের দৃশ্যায়ন হবেচমৎকার একটি প্রেমের গল্পের ছবি এটিআর প্রথমবার ছবির কাজে ব্যাংককে যাওয়া হচ্ছেবেশ ভালো লাগছেতবে বেশিদিন থাকা হবে নাকারণ ২ ফেব্রুয়ারি দেশে ফিরে পদ্ম পাতার জল ছবির কাজ শুরু করবএ ছাড়া এই ছবিতে আমার সঙ্গে আরও আছেন রিয়াজ ভাই ও বাপ্পীতাদের সঙ্গে এখানে কাজ করতে ভালোই লাগবে
সুইটহার্ট ছবিতে বিশেষ একটি দৃশ্যে অভিনয় করছেন শম্পা রেজাঅন্যদিকে মিম তন্ময় তানসেনের পদ্ম পাতার জল ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন ছবিতে তার বিপরীতে দেখা যাবে ইমনকে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: