Tuesday, 27 January 2015

জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহী


বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, মাহিয়া মাহী বাংলাদেশী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০১২ সালে অভিষেক হয় ভালবাসার রং সিনেমার মাধ্যমেমাহিয়া মাহী রাজশাহী বিভাগে জন্মগ্রহণ করেছেন, বর্তমানে মাহিয়া মাহী বাংলাদেশের একজন হাই প্রোফাইল অভিনেত্রী
মাহিয়া মাহী সিনেমা অভিষেক করেন জাজ মাল্টিমিডিয়ার ছবি ভালবাসার রং ২০১২ সালে২০১৩ সালে তিনি ৪ টি চলচ্চিত্রে অভিনয় করেন; অন্যরকম ভালবাসা, পোড়ামন, ভালবাসা আজ কাল, এবং তবুও ভালবাসা২০১৩ সালে মাহিয়া মাহীর পর পর তিনটি ছবি বাক্স অফিস ব্লকবাস্টার হয়তিনি ২০১৪ সালে "অগ্নি" এবং দেশা- দা লিডার চলচ্চিত্রে অভিনয় করেছেনএছাড়া কলকাতায় দুই বাংলার ঐক্য ছবি রোমিও Vs জুলিয়েট-এ অভিনয় করেছেন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: