
যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় পর্ন ম্যাগাজিন "ম্যানডেট"।
মূলত পুরুষদের বিনোদনের জন্য প্রকাশিত এই ম্যাগাজিনের
জানুয়ারি সংখ্যার কাভারপেজে এবার দেখা যাচ্ছে সানি লিওনের
ছবি। তবে একলা নন, সাথে আছে স্বামী ড্যানিয়েল
ওয়েবার। এই প্রথম স্বামীর সঙ্গে কোন পর্ণ
ম্যাগাজিনের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলিউড বোম্ব
শেল সানি লিওন। আর বিষয়টি নিয়ে দারুণ উচ্ছসিত সানি। মিডিয়ার
সামনে থেকে শুরু করে ফেসবুকের ফ্যান পেজ
পর্যন্ত, সব ক্ষেত্রেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন
তিনি।
সম্প্রতি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ভক্তদের জন্য তার
অফিসিয়াল ফেসবুক পেজে নতুন এই শ্যুটিংয়ের
কয়েকটি ছবি পোস্ট করার পাশাপাশি একটি ভিডিও-ও প্রকাশ
করেছেন সানি। ভিডিওটিতে সানির সঙ্গে তার
স্বামী ড্যানিয়েল ওয়েবারকে উত্তেজক বিভিন্ন ভঙ্গিমায়
দেখা গেছে। নিজের ফেসবুক পেজে প্রায়ই এই
সংক্রান্ত বিভিন্ন ছবি ও সংবাদের লিঙ্ক শেয়ার করছেন সানি লিওন।
"এটাই কি সানি ড্যানিয়েলের সবচাইতে আবেদনময়
ফটোশুট?" এমন শিরোনামের একটি ফিচার শেয়ার
করে ভক্তদের মতামতও জানতে চান সানি। সাথে এই সংবাদও
সকলকে জানান যে অচিরেই স্বামীর সাথে একটি মিউজিক
ভিডিওতে অংশ নিতে যাচ্ছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের
সূত্রে জানা যায় সেই ভিডিওর গানটি কম্পোজও করেছেন
সানির প্রিয়তম স্বামী। সব মিলিয়ে স্বামীর সাথে রূপালি পর্দায়
কাজ করা প্রসঙ্গে ভীষণ আনন্দিত এই সুন্দরী।
এমনকি আজ রবিবার মাত্র ৪০ মিনিট আগেই ফটোশুটের
আরেকটি দারুণ ছবি পোষ্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন এই
সানি লিওন।
পত্রিকাটির প্রচ্ছদের
ছবিতে তাঁদেরকে দেখতে পাওয়া যায়
ম্যাচিং পোশাকেও। সানি পড়েছিলেন একটি কালো ও অফ
হোয়াইট ওয়ান পিস সুইম স্যুট।
এবং ড্যানিয়েলকে দেখা গেছে অফ হোয়াইটের
মাঝে কালো পাইপিং করা স্যুটে।
উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন, সেটিই
হচ্ছে জনপ্রিয় সেই ম্যাগাজিনটির প্রচ্ছদ।
৩৩ বছর বয়সী এই পর্ণ তারকা মিডিয়ার
সামনে স্বামীকে সঙ্গে নিয়ে উন্মোচন করেন
এই পত্রিকার প্রচ্ছদ এবং বলেন যে এই ফটোশুট স্বামীর
সঙ্গে তার কেমিস্ট্রি নতুন করে গড়ে দিয়েছে। এ
প্রসঙ্গে সানি বলেন, ম্যানডেটের প্রচ্ছদের শ্যুটিং ছিল
খুবই মজার। স্বামীর সঙ্গে শ্যুটিং করতে পারায়
আমি রোমাঞ্চিত। উল্লেখ্য, এবারই প্রথম স্বামীর
সঙ্গে কোনো ভিডিওতে একসঙ্গে সানি লিওনকে দেখা গেলো।
ভক্তদের বাড়তি আগ্রহ মেটাতে সংযুক্ত করা হলো সেই
ভিডিওটি। অচিরেই তাঁদেরকে ভক্তরা আবারও
একসাথে দেখতে পাবে বলেই বিশ্বাস।
তবে প্রশ্ন হচ্ছে, খ্যাতনামা স্ত্রীর পথ
ধরে ড্যানিয়েলও কি চাইছেন মিডিয়ায় নাম লেখাতে? অবশ্য
এটা নতুন কিছু নয়, বলিউডে এর আগেও অসংখ্যবার এমন
ঘটেছে এবং ফলাফল সরূপ
নায়িকাকে হারাতে হয়েছে নিজের অবস্থান।
সানির সাথেও কি এমন কিছু ঘটবে? জবাব দেবে কেবল
সময়ই!


SHARE THIS
0 comments: