Sunday, 25 January 2015

ভালোবাসা দিবসের চারটি নাটকে জাকিয়া মুন

জাকিয়া মুন ভালোবাসা দিবসের জন্য নির্মিত চারটি নাটকে অভিনয় করছেন। এরই মধ্যে তিনটি নাটকের শুটিং শেষ হয়েছে। তার মধ্যে রয়েছে সাজ্জাদ সুমনের পরিচালনায় ট্রুথ অর ডেয়ার, নিমগ্ন প্রজাপতি ও মিস্টেক। আগামী ২৫ ও ২৬ তারিখ শুরু হবে ফেরারি মন নাটকের শুটিং। চারটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। জাকিয়া মুন নাটকগুলো প্রসঙ্গে বলেন, ট্রুথ অর ডেয়ার ও নিমগ্ন প্রজাপতি দুটি নাটকের গল্পই অসাধারণ। ট্রুথ অর ডেয়ার নাটকে আমার সঙ্গে জুটি হয়ে অভিনয় করছে নিশো। এছাড়া মিস্টেক ও ফেরারি মন নাটক দুটির গল্পও দর্শকদের ভালো লাগবে। আশা করছি এবারের ভালোবাসা দিবসে ভালো কিছু কাজ নিয়ে দর্শকদের সামনে আসছি। আশা করছি ভালোবাসা দিবসে দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবে। প্যাসিফিক মাল্টিমিডিয়া অ্যান্ড কমিউনিকেশন প্রযোজিত নাটকগুলো ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলে প্রযোজনা সূত্রে জানা যায়।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: