বেশ কিছু সময় চলচ্চিত্র থেকে যেন হারিয়ে গিয়েছিলেন পপি। যখন ফিরলেন, তখন নিজের লুকে পরিবর্তন এনেছেন পপি। পপির সাম্প্রতিক ছবি দেখলেই বোঝা যায়, নিজের ফিগারে ব্যাপক পরিবর্তন এনেছেন তিনি। জানিয়েছেন, যত দিন চলচ্চিত্রে অভিনয় করবেন, তত দিন নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য চেষ্টা করে যাবেন।
পপি ব্যায়াম করে, ডায়েট করে, জগিং করে নিজেকে আরও বেশি সজীব করে তুলছেন।
পপি কিন্তু মনেই করেন না যে দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত ছিলেন তিনি। তার ভাষায়, গল্প পছন্দ হয়নি বলে বেশি কাজ করা হয়নি। এর মধ্যে দু-একটি পছন্দের গল্পে কাজ করেছি।
গার্মেন্টস কন্যা ও চার অক্ষরের ভালোবাসা সিনেমা দুটি মুক্তির পর ঢাকার চলচ্চিত্রে নতুন করে জেগে ওঠার আভাস মিলছে পপির। এরই মধ্যে আরও চারটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। একটি সিনেমার নামই জানা গেছে সিনেমার নাম প্রতিশোধ।
অন্য সিনেমাগুলোর গল্প শুনেই চুক্তিবদ্ধ হয়েছেন, সিনেমাগুলোর নাম ঠিক হয়নি এখনো।

0 comments: