Friday, 12 December 2014

কার সাথে প্রেম করছেন জেনি?


কিছু বছর আগে নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে বিয়ে হয়েছিল জেনিরতবে বছর দুয়েকের মধ্যেই সেই সম্পর্কের অবসান ঘটেএরপর একাই থেকেছেন তিনিতবে সম্প্রতি একজনের সাথে সম্পর্কের কথা নিজের মুখেই স্বীকার করলেন তিনিজেনির মনের মানুষটি এখন তাহলে কে?
কিছুদিন ধরে চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেছে মডেল-অভিনেত্রী জেনিরতবে এ গুঞ্জনটি তখনই বাস্তব প্রমাণিত হয়, যখন তানভীর খান জেনির সঙ্গে কয়েকটি ছবি তুলে তার ফেসবুক ওয়ালে পোস্ট করেনতাদের এসব ছবিতে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে
জানা গেছে, ভালবাসার ভেলায় দীর্ঘ সময় ধরেই তানভীর খান ও জেনি ভেসে বেড়াচ্ছেন বিষয়টি অবশ্য গোপনও রাখতে চাননি তারাএদিক থেকে সাহসিকতার পরিচয় দিয়েছেন এই প্রেমিকযুগলএবং গতকাল নিজেদের সম্পর্কের বিষয়টি একটি পত্রিকার কাছে স্বীকার করেছেন তারা
সম্পর্কটা অনেক গভীর হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না এ প্রেমিকযুগল দুজনই কাজ নিয়ে ব্যস্তকাজের ব্যস্ততাটা কমে এলে যখন তাদের মনে হবে বিয়ে করা উচিত, ঠিক তখনই সিদ্ধান্তটা নেবেনসবাইকে জানিয়েই শুভ কাজটি সারবেন বলেও জানিয়েছেন তারা
এ বিষয়ে তানভীর খান বলেন, এটা আসলে প্রচারেরও কিছু নেই আবারও লুকানোরও কিছু নেইএটি সম্পূর্ণ একটি ব্যক্তিগত বিষয়তবে হ্যাঁ, আমাদের মধ্যে সম্পর্ক রয়েছেএটা আমাদের কাছের মানুষদের প্রায় সবাই জানেনতারা শুভেচ্ছাও জানিয়েছেন আমাদের
এদিকে তানভীর খান ও জেনির সম্পর্কের বিষয়টি নিয়ে মিডিয়াসংশ্লিষ্ট অনেকেই নিজেদের মতামত প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেতানভীর খানের সঙ্গে সম্পর্ক বিষয়ে অভিনেত্রী জেনি বলেন, তানভীর খান ও আমার সম্পর্ক চলছে এটা সত্যিতবে এটি খুব ইতিবাচক বিষয়বিষয়টি যেন নেতিবাচক দৃষ্টিতে প্রকাশ না হয় মিডিয়ায় সেটাই প্রত্যাশা থাকবেতানভীরের সঙ্গে সম্পর্কের বয়সটা একদম কম নয়, আবার বেশিও নয়তবে আমরা দুজন দুজনকে অনেক বুঝিএটাই সবচেয়ে বড় ব্যাপার
বিয়ের প্রশ্নে জেনি আরও বলেন, সম্পর্কের পরিণতি হচ্ছে বিয়েতবে দুজনই আমরা কাজ নিয়ে ব্যস্তকাজের ব্যস্ততাটা শেষ হলেই সুখবরটি আসবেতখনই পারিবারিকভাবে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হবে
সূত্র- মানবজমিন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: