বলিউড হার্টথ্রব ঋত্বিক রোশন তৃতীয়বারের মত ওয়ার্ল্ড’স সেক্সিয়েস্ট এশিয়ান ম্যান নির্বাচিত হয়েছেন। ৪০ বছর বয়সী এই অভিনেতা আবারও তার শীর্ষস্থান অর্জন করে নিয়েছেন যা তিনি গত বছর হারিয়ে ফেলেছিলেন।
বিস্ময়করভাবে কুশাল ট্যান্ডন দ্বিতীয় স্থানে এবং গত বছরের বিজয়ী আলি জাফর প্রথম স্থান থেকে ছিটকে চলে যান তৃতীয় স্থানে। টেলিভিশন অভিনেতা ভিভিয়ান এবারই এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে চতুর্থ স্থান অধিকার করেন।
ঋত্বিক রোশন ইস্টার্ন আইকে ধন্যবাদ জানান। ইস্টার্ন আইয়ের শোবিজ সম্পাদক আসজাদ নাজির বিশ্বাস করেন ঋত্বিক ইন্ডিয়ার ফার্স্ট গ্লোবাল সিনেমাটিক সুপারস্টার নির্বাচিত হবেন। তিনি বলেন, ঋত্বিক একজন প্রতিভাবান অভিনেতা। বলিউডের বেস্ট ডান্সার। তিনি খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারেন।
অন্যদিকে এই তালিকায় শহীদ কাপুর পাঁচ নম্বর, ভারুণ সোবতি ছয় নম্বর, রণবীর কাপুর আট নম্বর ও সালমান খান দশম স্থানে রয়েছেন।
উল্লেখ্য,ব্রিটেনের সাপ্তাহিক নিউজপেপার প্রতি বছর ফিফটি সেক্সিয়েস্ট এশিয়ান মেন ইন দ্য ওয়ার্ল্ড এর একটি তালিকা প্রকাশ করেন। ২০১৪ সালের পুরো তালিকা এই শুক্রবার প্রকাশ করা হবে।
সূত্র: এনডিটিভি মুভিজ

0 comments: