Friday, 12 December 2014

এশিয়ার সেক্সিয়েস্ট ম্যানের খেতাব আবারও ঋত্বিকের ঝুলিতে!


বলিউড হার্টথ্রব ঋত্বিক রোশন তৃতীয়বারের মত ওয়ার্ল্ডস সেক্সিয়েস্ট এশিয়ান ম্যান নির্বাচিত হয়েছেন৪০ বছর বয়সী এই অভিনেতা আবারও তার শীর্ষস্থান অর্জন করে নিয়েছেন যা তিনি গত বছর হারিয়ে ফেলেছিলেন
বিস্ময়করভাবে কুশাল ট্যান্ডন দ্বিতীয় স্থানে এবং গত বছরের বিজয়ী আলি জাফর প্রথম স্থান থেকে ছিটকে চলে যান তৃতীয় স্থানেটেলিভিশন অভিনেতা ভিভিয়ান এবারই এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে চতুর্থ স্থান অধিকার করেন
ঋত্বিক রোশন ইস্টার্ন আইকে ধন্যবাদ জানানইস্টার্ন আইয়ের শোবিজ সম্পাদক আসজাদ নাজির বিশ্বাস করেন ঋত্বিক ইন্ডিয়ার ফার্স্ট গ্লোবাল সিনেমাটিক সুপারস্টার নির্বাচিত হবেনতিনি বলেন, ঋত্বিক একজন প্রতিভাবান অভিনেতা বলিউডের বেস্ট ডান্সারতিনি খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারেন
অন্যদিকে এই তালিকায় শহীদ কাপুর পাঁচ নম্বর, ভারুণ সোবতি ছয় নম্বর, রণবীর কাপুর আট নম্বর ও সালমান খান দশম স্থানে রয়েছেন
উল্লেখ্য,ব্রিটেনের সাপ্তাহিক নিউজপেপার প্রতি বছর ফিফটি সেক্সিয়েস্ট এশিয়ান মেন ইন দ্য ওয়ার্ল্ড এর একটি তালিকা প্রকাশ করেন২০১৪ সালের পুরো তালিকা এই শুক্রবার প্রকাশ করা হবে
সূত্র: এনডিটিভি মুভিজ


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: