Wednesday, 3 December 2014

দেখুন নবজাতকের সাথে জেনেলিয়া-রিতেশের দারুণ একটি ছবি


তারকারা সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বেশি থাকেনআর প্রসঙ্গ যখন বলিউডের মিষ্টি তারকা দম্পতি রিতেশ-জেনেলিয়ার নবজাতককে নিয়ে তখন তো কৌতূহলের সীমা ছাড়িয়ে যাওয়াটা খুব স্বাভাবিকক্ষুদে তারকা বলেই তো এতো আলোচনাকেমন হল দেখতে এই নবজাতক? সন্তানের জন্ম দেয়ার পর জেনেলিয়াই বা কেমন আছেন? এমন প্রশ্ন জাগতেই পারে
যদিও জন্মেরপর দেশমুখ পরিবারের এই নতুন সদস্যকে সেভাবে মিডিয়ার সামনে তুলে ধরা হয়নিতবু একঝলক দেখার জন্য ভক্তদের আগ্রহ যেন থেমে নেইগত ২৫ নভেম্বর মঙ্গলবার মুম্বাইয়ের অভিজাত হাসাপাতালে জেনেলিয়া তার প্রথম সন্তানের জন্ম দেনপ্রায় ৪দিন হাসপাতালে থাকার পর গত ২৯ নভেম্বর নিজ ভবনে রিতেশের মা এবং জেনেলিয়ার মা হাসপাতাল থেকে পরিবারের নতুন সদস্যকে নিয়ে আসেনএই সময় মিডিয়ায় পুরো পরিবারসহ ক্যামেরাবন্দী হলেও নবজাতকের চেহারা দাদিমা সজত্নে ঢেকে রেখেছিলেন
তারপরও যেন রিতেশ-জেনেলিয়ার ভক্তদের নবজাতকের একঝলক দেখার আগ্রহে বিন্দু মাত্র ঘাটতি ছিল নাবলিউডপ্রেমীদের এই ইচ্ছার কথা মাথায় রেখে প্রিয়.কম নিয়ে এলো এই তারকা দম্পতির নবজাতকের সাথে হাসপাতালে অবস্থারত সময়ে তোলা একটি ছবিযা খুব সম্প্রতি অনলাইনে প্রকাশ হয়ে যায়ছবিতে দেখা যায়, বেডে জেনেলিয়াকে শুয়ে আছেন এবংপাশে কিড বেডে নবজাতক শুয়ে আছেওইদিন পরিবাররে সকলেই হাসপাতালে উপস্থিত ছিলেন



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: