Wednesday, 3 December 2014

এক গানের জন্য ১ কোটি রুপির পোশাক, দেখুন সেই গানের একঝাঁক ছবি


সিনেমার পেছনে কোটি কোটি অর্থ ব্যয় হবে এটাইতো স্বাভাবিকযদি শুনতে হয় যে পুরো সিনেমার জন্য নয় কেবল একটি গানের দৃশ্যের একটি মাত্র পোশাকের জন্য কোটি রুপি ব্যয় করা হয় তবে চোখ নিশ্চয়ই চড়ক গাছে উঠবে!
হ্যাঁ, ঠিকই শুনেছেনএকটি গানে শুধু পোশাকের পেছনে ১ কোটি রুপি খরচ করার ঘটনা দেখা গেলো বলিউডে২০০৭ সালের হিট সিনেমা ওয়েলকাময়ের সিকুয়েলওয়েলকাম ব্যাক’-এ বিয়ের উপযোগী গানের দৃশ্য চিত্রায়নের জন্য এই অঢেল অর্থ ব্যয় হয়েছে
গানটিতে অভিনয় করেছেন অনিল কাপুর, নানা পাটেকার, জন অ্যাব্রাহাম, শ্রুতি হাসান, পরেশ রাওয়াল, ডিম্পল কাপাডিয়া, নাসিরুদ্দিন শাহ, অঙ্কিতা শ্রীবাস্তব, শাইনি আহুজা ও সুরভিন চাওলাসবার জন্যই বানানো হয় নতুন নতুন পোশাকএগুলো তৈরি করেছে ডিজাইনার ব্র্যান্ড লিবাসপ্রতিষ্ঠানটির ডিজাইনার রিয়াজ গাঙজি ও রেশমী গাঙজি আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, ‘জন অ্যাব্রাহামের পরা শেরওয়ানি আর শ্রুতির লেহেঙ্গা নতুন স্টাইল হয়ে উঠবে গানটির ভিডিও প্রকাশের পর
প্রযোজক ফিরোজ নাদিয়াড়ওয়ালা জানান, পর্দায় রাজকীয় বিয়ের আবহ ফুটিয়ে তোলাই ছিলো তাদের লক্ষ্যতাই টাকার দিকে তাকাননি তারাআনিস বাজমি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ২৯ মে



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: