Wednesday, 3 December 2014

রাম কাপুরের সাথে কী করছেন সানি লিওন? (ভিডিও)


অপেক্ষার দিন শেষবহু প্রতিক্ষার পর মুক্তি পেল কুছ কুছ লোচা হ্যায় সিনেমার ফার্স্ট লুকযেখানে দেখা যাচ্ছে লাল রঙের বিকিনি পরে দাঁড়িয়ে আছে বলিউডের হট কুইন সানি লিওন আর পেছনে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাম কাপুর, চোখ জোড়া তার বিস্ময়ে বিস্ফোরিত
কুছ কুছ লোচা হ্যায় ছবিতে ছবিটি অভিনয় করতে দেখা যাবে পর্নস্টার সানি লিওনকেসেই সঙ্গে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর ছবিটি পরিচালক দেবাং ঢোলাকিয়াযদিও ছবিটির প্রোডাকশনের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে মুকেশ পুরোহিতকে
ছবির কাহিনীতে রাম কাপুরকে এক বড়লোক গুজরাটি ব্যবসাদারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবেআর এই ছবিতে সানি অভিনয় করবে নাম করা এক অভিনেত্রীর চটকদার কমেডিতে ভরপুর এই সিনেমাটিতে সম্পূর্ণ অন্য রূপে দেখা যাবে সানি ও রামকেএর আগে সানির সঙ্গে আরও একটি ছবি কাজ করেছেন পরিচালক দেবাং ঢোলাকিয়াকিন্তু রাম কাপুরের সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি
এই সম্পর্কে আরও খবর জানতে দেখে নিতে পারেন এই ভিডিওটি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: