অপেক্ষার দিন শেষ। বহু প্রতিক্ষার পর মুক্তি পেল কুছ কুছ লোচা হ্যায় সিনেমার ফার্স্ট লুক। যেখানে দেখা যাচ্ছে লাল রঙের বিকিনি পরে দাঁড়িয়ে আছে বলিউডের হট কুইন সানি লিওন আর পেছনে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাম কাপুর, চোখ জোড়া তার বিস্ময়ে বিস্ফোরিত।
কুছ কুছ লোচা হ্যায় ছবিতে ছবিটি অভিনয় করতে দেখা যাবে পর্নস্টার সানি লিওনকে। সেই সঙ্গে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। ছবিটি পরিচালক দেবাং ঢোলাকিয়া। যদিও ছবিটির প্রোডাকশনের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে মুকেশ পুরোহিতকে।
ছবির কাহিনীতে রাম কাপুরকে এক বড়লোক গুজরাটি ব্যবসাদারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর এই ছবিতে সানি অভিনয় করবে নাম করা এক অভিনেত্রীর। চটকদার কমেডিতে ভরপুর এই সিনেমাটিতে সম্পূর্ণ অন্য রূপে দেখা যাবে সানি ও রামকে। এর আগে সানির সঙ্গে আরও একটি ছবি কাজ করেছেন পরিচালক দেবাং ঢোলাকিয়া। কিন্তু রাম কাপুরের সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি।
এই সম্পর্কে আরও খবর জানতে দেখে নিতে পারেন এই ভিডিওটি।

0 comments: