Sunday, 30 November 2014

ডলি কি ডোলিতে সোনমের ফার্স্ট লুক


সোনম কাপুরকে এবার যে সিনেমাতে দেখা যাবে তার গল্পটা নিয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা থাকা স্বাভাবিকএই গল্প যে তার বাস্তব জীবনের সাথে একদমই মিলে গেছে সিনেমাটিতে তিন জন অভিনেতাকে দেখা যাবে সোনমের মন জয় করতে অস্থির হয়ে পড়েছে
আরবাজ খানের পরিচালনায় কমেডি ধাঁচের ডলি কি ডোলিসিনেমাটিতে সোনম কাপুর অভিনয় করছেনসিনেমাটিতে অভিনয় করা সোনমের ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশ করা হয়েছেএই সিনেমাতে সোনম মজার একটি চরিত্রে অভিনয় করেছেন বলে জানা গেছে
ডলি কি ডোলি সিনেমাটিতে সোনম একজন মুক্ত ধারার মেয়ে এবং সোনমই সেই বিশেষ মেয়ে যাকে সবাই বিয়ে করতে চানতার বিপরিতে তিন জন অভিনেতা অভিনয় করছেন যাদের প্রত্যেকেই সোনমকে বিয়ে করার ব্যাপারে মরিয়াএই তিনজন হলেন পুল্কিত সম্রাট, রাজ কুমার রাও এবং বরুণ শর্মা
উল্লেখ্য, সিনেমাটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে বলে জানানো হয়েছে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: