Sunday, 30 November 2014

সিদ্ধান্ত বদলেছেন, আবারও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন বিপাশা


ক্যারিয়ারের শুরু থেকেই রগরগে ও খোলামেলা দৃশ্যে অভিনয়ে বেশ পারদর্শী বলিউড অভিনেত্রী বিপাশা বসুজন আব্রাহাম, ডিনো মোরিয়াদের সঙ্গে বিছানার অনেক সাহসিক দৃশ্যে কাজ করেছেন তিনিতবে জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে খোলামেলা দৃশ্যে বিপাশাকে দেখা গেলেও ঘনিষ্ঠ কিংবা রগরগে দৃশ্যে তেমন একটা ক্যামেরাবন্দি হননি তিনিব্যক্তিগত ইচ্ছার কারণেই তিন বছর এ ধরনের দৃশ্য থেকে দূরে ছিলেনএমনকি চুমোর দৃশ্যেও অভিনয় করেননি তিনি
রাজ-৩ছবিতে ইমরান হাশমির সঙ্গে রোমান্টিক দৃশ্যে দেখা গেলেও চুমোর দৃশ্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন বিপাশাঅনেকটা আবেগী হয়েই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও বলিউডপাড়ায় কানাঘুষা চলেছেতবে নিজের এ সিদ্ধান্ত থেকে সম্প্রতি সরে এসেছেন এ অভিনেত্রীআবারও আগের সেই চিরচেনা বিপাশাকে নতুন একটি ছবিতে দেখা যাবেছবির নাম এলোনভৌতিক এ ছবিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেনএখানে তাকে দেখা যাবে তরুণ অভিনেতা করণ সিংয়ের বিপরীতে
এ ছবির শুটিংয়ে চলতি মাস জুড়ে বেশ গোপনে এ দৃশ্যটির শুটিং করা হয় একেবারে নামে মাত্র কাপড় পরে বিপাশা শুটিংয়ে অংশ নেনএমন অবস্থাতেই করণ সিংয়ের সঙ্গে বিছানার রগরগে দৃশ্যে দেখা যাবে তাকেবিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও সম্প্রতি গানটির ১ মিনিটের একটি দৃশ্য প্রকাশ পেয়েছে ইন্টারনেটেআর এর মাধ্যমেই ব্যাপক আলোচিত হচ্ছেন বিপাশা
তবে আলোচনা-সমালোচনাতে কখনও কান দেননি তিনিএ বিষয়ে বিপাশা বলেছেন, আমি নিজের ক্যারিয়ারে অন্তত ৫০টি ছবিতে রগরগে দৃশ্যে কাজ করেছি বিভিন্ন অভিনেতার সঙ্গেতবে এগুলোকে সব সময়ই আমার কাজের অংশ মনে হয়েছেমধ্যে তিন বছর এ রকম দৃশ্যে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলামসেটি ছিল আমার আবেগি সিদ্ধান্তসম্প্রতি এলোনছবিতে আবারও এ রকম দৃশ্য করলামশুরুর মতো করে এখনও আমি এসব ঘনিষ্ঠ দৃশ্যে অনেক কমফোরটেবল

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: