বলিউডের সবচেয়ে আলোচিত নায়িকা তিনি। তার উপস্থিতি মানেই যেন হিট সিনেমা। সেই অভিনেত্রীর সাথেই কাজ করতে নারাজ এক নবাগত অভিনেতা! বিবেক ওবেরয়ের কাজিন অক্ষয় হরর-থ্রিলার ঘরানার সিনেমা 'পিজা ৩ডি'-তে কাজ করেছেন। সাবেক পর্ন স্টার সানি লিওনের সঙ্গে কাজের প্রস্তাব থাকলেও তাতে রাজি নন তিনি।
'বেইমান ইশক' সিনেমাতে বেবি ডলের সঙ্গে অভিনয় করতে প্রস্তাব করা হয় অক্ষয়কে। কিন্তু 'না' বলে দিয়েছেন তিনি। এদিকে, এর আগে এক সাক্ষাৎকারে বলিউডে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে সানি লিওন বলেন, এখানে অনেকেই আমাকে গ্রহণ করে নিচ্ছেন। কিন্তু বলিউডের বিবাহিত নায়করা আমার সঙ্গে কাজ করতে চান না।
২০১১ সালেই কৃষ্ণান ভাইনাথিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অক্ষয়। কাজেই সানি লিওনের সঙ্গে কাজ না করার পেছনে এটি একটি কারণ হতে পারে বলে মনে করছেন অনেকেই।
তবে মোটেও হতাশ নন সানি। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বলিউডের তিন খানের সঙ্গে কাজ করার স্বপ্ন সবাই দেখেন। তিনিও তাদের সঙ্গে কাজ করতে চান। তামিলের মহানায়ক রজনীকান্তের সঙ্গেও কাজের ইচ্ছের কথা জানান তিনি।
সানি আরো বলেন, আমি আসলে তালিকা করে বলছি না যে, এদের সঙ্গে কাজ করতে চাই। আমার সঙ্গে যারা কাজ করতে আগ্রহী হবেন তাদের সঙ্গেই কাজ করবো।

0 comments: