Monday, 1 December 2014

রাগ ভাঙ্গাতে ক্যাটরিনার বাড়িতে চলে গেলেন সালমান! অতঃপর


ক্যাটরিনার সাথে সাবেক প্রেমিক সালমানের বোঝাপড়াটা যে দারুণ, তাতে এতদিন কোন সন্দেহ ছিল না তাইতো ক্যাটরিনার বর্তমান প্রেমিক রণবীর কাপুরকে বোনের বিয়েতে দাওয়াত না দিলেও অর্পিতার বিয়েতে ঠিকই হাজির হন ক্যাটরিনাকিন্তু এখানেো ক্যাটরিনাকে ছাড়েননি সালমান
হায়দরাবাদে সালমানের বোনের বিয়ের অনুষ্ঠানে অনেক তারকাই গিয়েছিলজানা গেছে, বিয়ের অনুষ্ঠানে মঞ্চে অগ্নিপথ সিনেমার আইটেম গান চিকনি চামেলিবাজছিলসেসময় সেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনাতিনি সিনেমায় ওই আইটেম গানে নেচেছিলেনমঞ্চে ওই গান বাজার সঙ্গে সঙ্গে সালমান ক্যাটরিনাকে ডাকেন বলেন, ‘ক্যাটরিনা, তোমার গান হচ্ছে, মঞ্চে এসো
কিন্তু ক্যাটরিনা প্রথমে রাজি হননিতিনি কিছু না শোনার ভান করে করণ জোহরের পিছনে লুকিয়ে পড়েনতখন সালমান করণকেই ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে মঞ্চে আসতে বলেনকিন্তু তাতেও ক্যাটরিনা না এলে রসিকতা শুরু করেন সালমান
তিনি বলেন, ‘ঠিক আছে, ক্যাটরিনা কাইফ নয়, ক্যাটরিনা কাইফ কাপুর মঞ্চে এসোশেষপর্যন্ত মঞ্চে যেতে বাধ্য হন ক্যাটরিনাতখন সালমান খুনসুটি করে বলেন, ‘আরে আমি আর কী করব.. আমি তো তোমায় খান হওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমার তো কাপুর হওয়ার ইচ্ছা হল
সালমানের এই খুনসুটিতে কোনো প্রতিক্রিয়াই জানাননি ক্যাটরিনাকিন্তু জানা গেছে, সালমানের এই ব্যবহারে অখুশি হয়েছিলেন ক্যাটরিনাসেজন্যই নাকি তিনি মুম্বাইতে আয়ূশ-অর্পিতার রিসেপশনে আসেননি
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এরপর সালমান নিজে ক্যাটরিনার বাড়িতে গিয়ে দুস্টুমির জন্য ক্ষমা চেয়ে এসেছেনদুজনের ভুল বোঝাবুঝিও আর নেই


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: