বলিউডের আকাশে বাতাসে বেশ কিছুদিন যাবতই উড়ে বেড়াচ্ছে অর্জুন আর সোনাক্ষির প্রেম কাহিনী। দুজনে একত্রে সারাদিন থাকেন, গভীর রাতে পরস্পরের বাড়িতে যান, ফেসবুক আইডিতেও অসংখ্য ছবি পোষ্ট করে ভরিয়ে ফেলেছেন। এখানেই শেষ নয়, অর্জুন যেখানে যান না, সেখানে সোনাক্ষিকেও দেখা যায় না।
তবে বলিউডের উঠতি নায়িকা বলে কথা। প্রেমকে পাশে ঠেলে ক্যারিয়ারটাই সবার আগে। আর তাই বুঝি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে নিজের ডেটিংয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন সোনাক্ষি সিনহা!
তিনি বলেছেন, সিনেমা করতে গিয়ে সহ-অভিনেতার সঙ্গে একটু-আধটু রোমান্স হয়ই। তার সঙ্গে কাজ করা, একসাথে সিনেমা দেখা মানেই ডেটিং নয়। তিনি আরও বলেন, ডেটিংয়ের গুজবে আমার কোনো প্রতিক্রিয়া নেই। এ নিয়ে যারা লেখালেখি করছে তাদের কাছেই এর উত্তর রয়েছে। যদি একসঙ্গে কাজ করি, একসঙ্গে সিনেমা দেখি তার অর্থ এই নয়, আমরা প্রেম করছি।
আপাতত তেভার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন অর্জুন কাপুর। সেই সুবাদেই নাকি অর্জুনের সাথে এত ঘনিষ্ঠতা তার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এত ঘনিষ্ঠতা, দিনের পর দিন অন্তরঙ্গ অবস্থায় ঘোরাঘুরি করা, এসব যদি প্রেম না হয় তাহলে সোনাক্ষির চোখে প্রেম কোনটা? কোন নায়কের সাথে আর কতটা অন্তরঙ্গ হলে সেটাকে তিনি প্রেম বলবেন?

0 comments: