Monday, 1 December 2014

অর্জুনের সাথে প্রেম নিয়ে সোনাক্ষির বিতর্কিত মন্তব্য!


বলিউডের আকাশে বাতাসে বেশ কিছুদিন যাবতই উড়ে বেড়াচ্ছে অর্জুন আর সোনাক্ষির প্রেম কাহিনীদুজনে একত্রে সারাদিন থাকেন, গভীর রাতে পরস্পরের বাড়িতে যান, ফেসবুক আইডিতেও অসংখ্য ছবি পোষ্ট করে ভরিয়ে ফেলেছেনএখানেই শেষ নয়, অর্জুন যেখানে যান না, সেখানে সোনাক্ষিকেও দেখা যায় না
তবে বলিউডের উঠতি নায়িকা বলে কথাপ্রেমকে পাশে ঠেলে ক্যারিয়ারটাই সবার আগেআর তাই বুঝি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে নিজের ডেটিংয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন সোনাক্ষি সিনহা!
তিনি বলেছেন, সিনেমা করতে গিয়ে সহ-অভিনেতার সঙ্গে একটু-আধটু রোমান্স হয়ইতার সঙ্গে কাজ করা, একসাথে সিনেমা দেখা মানেই ডেটিং নয়তিনি আরও বলেন, ডেটিংয়ের গুজবে আমার কোনো প্রতিক্রিয়া নেইএ নিয়ে যারা লেখালেখি করছে তাদের কাছেই এর উত্তর রয়েছেযদি একসঙ্গে কাজ করি, একসঙ্গে সিনেমা দেখি তার অর্থ এই নয়, আমরা প্রেম করছি
আপাতত তেভার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রীসিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন অর্জুন কাপুরসেই সুবাদেই নাকি অর্জুনের সাথে এত ঘনিষ্ঠতা তারএখন প্রশ্ন হচ্ছে, এই যে এত ঘনিষ্ঠতা, দিনের পর দিন অন্তরঙ্গ অবস্থায় ঘোরাঘুরি করা, এসব যদি প্রেম না হয় তাহলে সোনাক্ষির চোখে প্রেম কোনটা? কোন নায়কের সাথে আর কতটা অন্তরঙ্গ হলে সেটাকে তিনি প্রেম বলবেন?


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: