Monday, 1 December 2014

আদালতের কাঠগড়ায় একসাথে তিন খান! কিন্তু কেন?


শিরোনাম পড়ে অবাক হচ্ছেন! বলিউডের এই তিন খানকে কখনই যেখানে এক সাথে দেখা যায় না সেখানে একেবারে আদালতের কাঠগড়ায় একসাথে উপস্থিত হবেন তারাশুধু বড় বড় পরিচালক নয়, কোনো প্রযোজক সংস্থাও বহু চেষ্টা করে একসঙ্গে ক্যামেরাবন্দী করতে পারেননি সালমান, আমির ও শাহরুখ খানকে
অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা ভারত বলিউডের এই ৩ মহারথীকে একসঙ্গে পর্দায় দেখানোর মত অসাধ্য কাজটি সাধন করেছেন রজত শর্মাজানা গেছে, ইন্ডিয়া টিভির বিখ্যাত চ্যাট শো-আপ কি আদালত’- একসঙ্গে দেখা যাবে ৩ খানকে
এতদিন খানেদের ঠোকাঠুকির খবরেই সরগরম থাকতো গোটা বলিউডতবে সালমানের বোন অর্পিতার বিয়ে ৩ খানের মধ্যেকার সব বিদ্বেষ ধুয়ে মুছে দিয়েছেশোনা যাচ্ছে, রুপালি পর্দার এই ৩ মহারথী নাকি প্রায়ই এখন ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা মারছেনআর এ সুযোগে ছক্কা মারলেন রজতঅসম্ভবকে সম্ভব করে ছোট পর্দায় তার জনপ্রিয় চ্যাট শো-এ একসঙ্গে পর্দার সামনে আসতে রাজি করে ফেললেন তাদের
আগামী ২ ডিসেম্বর নয়াদিল্লির প্রগতি ময়দানে আপ কি আদালত’-এর ২১ বছর পূর্তি উপলক্ষে একসঙ্গে দেখা যাবে সালমান, আমির ও শাহরুখকেএই মুহূর্তের প্রতীক্ষায় এখন প্রহর গুনছে গোটা দেশমঞ্চে উপস্থিত থাকবেন রণবীর কাপুর, দীপিকা পড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহার মত তারকারাওকিন্তু ৩ খান যখন এক সঙ্গে এক মঞ্চে, তখন স্পট লাইট যে তাদের উপর পড়বে সে আর বলার অপেক্ষা রাখে না


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: