টিভি অভিনেত্রী মৌসুমী নাগ ও অভিনেতা শোয়েব কি বিয়ে করেছেন, নাকি লিভ টুগেদার করছেন? এমন প্রশ্ন প্রায়ই শোনা যেত মিডিয়া পাড়ায়। সম্প্রতি একটি সংবাদপত্র খবরটি আবারও প্রকাশ করলে এ জুটিকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। কেননা এই বিয়ে কাহিনী কিছু কম হয়নি।
উল্লেখ্য যে, এবারই প্রথম নয়। গত বছরও একবার বিয়ের খবর স্বীকার করেছিলেন মৌসুমি-শোয়েব। গত বছরের আগস্টে দৈনিক যায়যায়দিন পত্রিকার কাছে বিয়ের কথা স্বীকার করেন শোয়েব।
এ নিয়ে ২০১৩ সালের ২৯ আগস্ট 'বিয়ে করেছেন মৌসুমী-শোয়েব' শিরোনামে একটি সংবাদও প্রকাশিত হয়েছিল যায় যায় দিনের পাতায়। কিন্তু তারপরও বিয়ের প্রসঙ্গটি বারবার এড়িয়ে গেছেন মৌসুমী। তবে অবশেষ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৪ নভেম্বর তিনি নিজেই ফেসবুকে বিয়ের কিছু ছবি প্রকাশ করেন।
অন্যদিকে শোয়েব তার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি পরিবর্তন করে নিজেদের বিয়ের ছবি দেন ও ফেসবুকে নিজেকে বিবাহিত বলে পরিচয় দেন অর্থাৎ রিলেশনশিপ স্ট্যাটাস বদল করেন। উল্লেখ্য যে, মৌসুমী নাগের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি নির্মাতা মিঠু বিশ্বাসকে বিয়ে করেছিলেন। শুদ্ধ নামে তাদের এক পুত্রসন্তানও রয়েছে তার। ২০১২ সালে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দিলে তারা বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
শোয়েব-মৌসুমী দীর্ঘদিন উত্তরায় বাসা ভাড়া নিয়ে একত্রে বসবাস করলেও সবসময়ই মিডিয়ার কাছে নিজেদের বিয়ের বিষয়টা গোপন করে গেছেন। তবে এবার ছবি প্রকাশের মাধ্যমে শেষ করলেন সকল জল্পনা-কল্পনা।
সূত্র-
দৈনিক মানব জমিন
দৈনিক যায় যায় দিন

0 comments: