শিরোনাম পড়ে কোন কিছু
বুঝতে না পারলেও প্রচ্ছদের
ছবি দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন, কোন
তারকা জুটিকে নিয়ে কথা হচ্ছে। এই
তারকা জুটি বরাবরই পানি ঘোলা করে খেতেই
পছন্দ করেন। এবারও গোপন
অভিসারে গিয়ে হাতে নাতে ধরা পরলেন
বলিউডের এই লাভবার্ড।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই দুই
তারকাকে রাস্তায় বেশ ঘনিষ্ঠ অবস্থায়
পাওয়া যায়। ক্রিসমাস এবং নতুন বছরকে বরণ
করে নিতেই অস্ট্রেলিয়ায় যান আনুশকা-ভিরাট।
জানা যায়, ভিরাট বেশ আগে থেকেই অস্ট্রেলিয়ায়
ক্রিকেট খেলার জন্য যান অন্য দিকে গতও শুক্রবার
অস্ট্রেলিয়ায় পৌঁছান আনুশকা।

0 comments: