তারকা জগতের আলোচনা-সমালোচনার
ভিড়ে প্রতিমুহূর্তেই ঘটে চলেছে নানা ঘটনা।
আবেদনময়ী এমা ওয়াটসন হলিউডের জুনিয়র স্টারদের
মধ্যে দারুন জনপ্রিয়। জীবনে প্রথমবার এই আকর্ষণীয়
হলিউড সুন্দরী ক্যামেরার সামনে টপলেস হয়েছেন ।
কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে পরিচালক
আলেহান্ড্রো আমেনাবারের
আপকামিং মুভি ‘রিগ্রেশন’। সম্প্রতি এই ছবিতেই
নগ্ন হয়ে অভিনয় করেছেন বলে শোনা যাচ্ছে। এ
নিয়ে বেশ জলঘোলাও শুরু হয়েছে হলিউড পাড়ায়।
মুক্তির আগে ছবিটি সেন্সরের জন্য
পাঠানো হয়েছিল। আর ছবিটির প্রাক-
প্রদর্শনী দেখে সমালোচকরা জানিয়েছেন,
ছবিটিতে অকারণে নগ্ন হয়েছেন এমা। যে দৃশ্যের
জন্য তাঁকে নগ্ন করা হয়েছে তার কোন প্রয়োজনই
ছিল না।
ছবির গল্পের কেন্দ্রে রয়েছে এক বাবা ও তার
মেয়ে। যেখানে মেয়েকে যৌন নিগ্রহের
দায়ে গ্রেফতার হন বাবা। ছবিটিতে মেয়ের
চরিত্রে অভিনয় করেছেন এমা। এমা ছাড়াও এই
ছবিতে অভিনয় করতে দেখা যাবে মেরিল স্ট্রিপ,
ইথান হক, ডেভিড থিউলিস, ডেভিড ডেনসিক
প্রমুখকে৷রিগ্রশন মুক্তি পেতে চলেছে ২৮ আগস্ট।
সূত্র: এক্সপ্রেস

0 comments: