বলিউডের ড্যাশিং হিরো সালমান
খান গত ২৭ ডিসেম্বর ৪৯ তম বছর শেষ
করে পা দিয়েন ৫০ বছর বয়সে। কি বিশ্বাস
করতে মন চাইছে না তো? এটাই সত্যি। ১৯৬৫ সালের
২৭ ডিসেম্বর বলিউডের নামকরা স্ক্রিপ্ট রাইটার
সেলিম খান আর সুশীলা চারাক খানের কোল
জুড়ে আসে প্রথম সন্তান। ডাগর ডাগর চোখের
অধিকারী,চঞ্চল আর দুরন্তপনার শেষ নেই যার সেই
ছোট্ট সালমান আজ বলিউডের শক্তিশালী নায়কের
অন্যতম হবেন তা কি বাবা-মা বুঝতে পরেছিলেন।
বেশ কিছুদিন আগেই আদরের ছোটবোন অর্পিতার
বিয়ে বেশ ধুমধাম করেই দিয়েছিলেন। আর প্রসঙ্গ
যখন সালমানের নিজের জন্মদিনের তখন
কি ভাইবোনরা চুপ করে বসে থাকতে পারেন?
না,বাবা-মা বেছে থাকতেও যেই ভাই তার
ছোটভাইবোনদের বটগাছের ছায়া দিয়ে আসছেন সেই
ভাইয়ের জন্মদিনটি বেশ আনন্দফুর্তির মধ্য দিয়েই
উদযাপন করেন। তবে চলুন দেখে নেই সালমানের
জন্মদিনের পার্টির ভেতরকার কাহিনী।
SHARE THIS
0 comments: