Monday, 29 December 2014

মুনমুন, ময়ূরী ও পলি, ওরা এখন কোথায়?


এমন একটা সময় ছিল ঢালিউডে, যে সময়ে কোন নতুন সিনেমা মুক্তি পাওয়া মানেই, ওরা তিন জনের যে কেউ থাকবেইযদিও সে সময় আর বর্তমান সময়ের মাঝে অনেক পরিবর্তন এসেছে চলচ্চিত্র শিল্পেআর সেই পরিবর্তনের ছোঁয়ায় হারিয়েছে ওরাও  মুনমুন, ময়ূরী এবং পলি এখন কোথায় এমন কৌতুল অতীত দর্শকের অনেকের মধ্যেই আছে পরিচিত জন যারা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত তাদের কাছে এসব কৌতুহলী দর্শকরা জানতে চান তারা এখন কে কোথায় আছেনদিন আগে একজন ফেসবুক ইনবক্সে জানতে চাইলেন, মুনমুন কোথায় আছে ঢাকা নাকি বিদেশে
তার কাছে জানতে চাওয়া হলো, তিনি কি বুঝাতে চাইলেনবললেন, এদেশের নায়িকারা যখন আর পর্দায় থাকেন না, কর্মহীন হয়ে পড়েন ইন্ডাষ্ট্রিতে তখন তারা বিদেশ চলে যান কাজের খোঁজেঅথবা বিয়ে করে সংসারী হন, যা বেশিদিন টেকেনাটিকলেও সেটা থাকে নানা গুজব গুঞ্জনে ভরপুরএসব কারণে তারা পত্র-পত্রিকায় অহরহ আসতে থাকেনকিন্তু কোনও দিক থেকেই তিনি তার কৌতুহল মিটাতে পারছিলেন না তাই প্রশ্নটির অবতারণা করেছেন

অতীতের সাড়া জাগানো, পর্দা কাঁপানো, লাস্য-রসে এবং আদিম আচরণে বিনোদন পিয়াসী দর্শকের তৃঞ্চা মেটানো নায়িকাদের হাল-হকিকত জানার কৌতুহল এমনিভাবে অনেকের মধ্যেই আছেঅনেকেই জানতে চান অশ্লীল বাণিজ্যিক ছবির যৌনাবেদনময়ী বা মশলা ছবির প্রধান উপাদান এসব নায়িকারা এখন কি করছেন এবং কোথায় আছেন

কৌতুলী দর্শকের এই কৌতুহলকে সম্বল করে খোঁজ-খবর নিতে গিয়ে জানা গেল, মুনমুন আশুলিয়ায় নিজের বাড়িতেই আছেনসংসার করার স্বপ্ন নিয়ে দুবার বিয়ে করেছেনদুই ঘরে তার দুটি ছেলে সন্তানও আছেমুনমুনের সন্তান ভাগ্য অনুকুলে থাকলেও স্বামী ভাগ্য তেমন একটা সুখকর নয়দুই স্বামীই তাকে ত্যাগ করেছে তার মাও মুনমুনকে নিয়ে স্বামীর ঘর থেকে বেরিয়ে এসেছিলেন ভাগ্যের সন্ধানে

মেয়ে মুনমুন সংসারের হাল ধরবে এমন একটা বাসনা নিয়ে তিনি চিত্রজগতে মেয়েকে নিয়ে আসেনএহতেশামের মৌমাছি ছবি দিয়ে চলচ্চিত্রে মুনমুনের যাত্রা শুরু হয় কিন্তু মৌমাছি ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হওয়ার পর তাকে কেউ সিনেমায় নিতে চাইলো নাতখন তিনি নৃত্যপরিচালক মাসুম বাবুলের সঙ্গে সখ্য গড়ে তোলেন মন্দ ছবির সিঁড়ি বেয়ে মুনমুন উপরের দিকে যেতে থাকেনএ সময়ই তিনি অশ্লীল ছবির নায়িকা হিসেবে অভিযুক্ত হন

মুনমুন যখন চলচ্চিত্র জগতের মধ্য গগনে তখন চলচ্চিত্রে একই শ্রেণীর ছবিতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেন চলচ্চিত্রের জুনিয়র শিল্পী সেতুর মেয়ে ময়ূরী তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন মাহমুদ নামে একজন প্রযোজকছবির পরিচালক ছিলেন কবি আবুল হাসানের ছোট ভাই প্রয়াত আবিদ হাসান বাদলকিন্তু শেষ পর্যন্ত ছবিটি নির্মিত হলেও ময়ূরী ছবিটিতে ছিলেন নাতিনি ক্যারিয়ার শুরু করেন রাজা নামের একটি ছবি দিয়েএরপর তিনি ক্যারিয়ার সজীব রাখার জন্য এমন একটি ঘরানার প্রযোজকদের ছবিতে জড়িত হতে থাকেন যারা কখনও ভালো ছবি নির্মাণ করেন নাময়ূরী অর্থ উপার্জন করেছেন সে সময় অনেক এবং মগবাজার এলাকায় একটি ফ্ল্যাট কিনেছেনএখন তিনি সেই ফ্ল্যাটেই আছেনসংসার করছেন এবং তার একটি কন্যা সন্তান আছেপলি এসেছেন মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবি দিয়ে

 এ ছবিটির শুটিং হয় ব্যাংককেতখনই তার বিরুদ্ধে অভিযোগ উঠে যে, তিনি ব্যাংককের নগ্ন বারে নগ্ন হয়ে অভিনয় করেছেনঅভিযোগ উঠলেও ছবিতে সে দৃশ্য দেখা যায়নিকিন্তু ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা পলি কখনোই মূলধারার সুস্থ ছবির নায়িকা হয়ে উঠতে পারেননিঅশ্লীলতার অভিযোগে এই তিন নায়িকার বিরুদ্ধে মামলাও হয়েছিলঅশ্লীলতার বিরুদ্ধে প্রশাসন যখন কঠোর হয়ে উঠে তখনই ধীরে ধীরে তিন জনের ক্যারিয়ারে ভাটা পড়তে শুরু করেতাদের নিয়ে যেসব প্রযোজকরা ছবি বানাতেন তারা প্রশাসনের ভয়ে এ ব্যবসা থেকে পাততাড়ি গুটিয়ে অন্যদিকে সরে যানপলি জানান, তিনি এখন গুলশানে নিজের ফ্ল্যাটে থাকেনপলি অভিনীত প্রায় একশতেরটি ছবি মুক্তি পেয়েছেতিনি জানান, তিনি স্বামী সন্তান নিয়ে সুখেই আছেনদুটি যমজসহ তার চার সন্তান রয়েছেচলচ্চিত্রে আর অভিনয় ইচ্ছা নাই তার

পক্ষান্তরে চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা আছে মুনমুনেরকিন্তু তাকে নিয়ে লগ্নী করার মতো কোনও প্রযোজক নেইবর্তমানে তিনি দেশে ও বিদেশে স্টেজ প্রোগ্রাম করেনসেখান থেকেই তার জীবিকা আসে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: