Sunday, 28 December 2014

চেনা চিত্রাঙ্গদার অচেনা রূপ


সুন্দরী ও আবেদনময়ী অভিনেত্রী হলেও সফলতার দিক থেকে পিছিয়ে আছেন চিত্রাঙ্গদা সিংবলিউডের প্রথম সারির নায়িকা নন আর অভিনয়েও ততটা সেরা ননতবু তিনি প্রায়ই 'পেজ থ্রি'র শীর্ষে চলে আসেনকিন্তু সেটা কি শুধু নেহাতই অকারণে? না মোটেই নয়সাম্প্রতিক কালে চিত্রাঙ্গদার মতো সুন্দরী, আবেদনময়ী অভিনেত্রী বলিউডে খুব কমই আছেনতবুও সাফল্য শব্দটা যেন তাঁর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই চলেতবু চেষ্টা চালিয়ে দেখতেই হবে কতটা দুর্গম এই রাস্তাতাই এই রাস্তাতেই হাঁটছেন চিত্রাঙ্গদা
অভিনয় তো অনেক হলোএবার তিনি প্রযোজনায় আসতে চলেছেনখ্যাতনামা ভারতীয় হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের বায়োপিক নিয়ে তৈরি একটি ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে হাতেখড়ি হতে চলেছে তাঁরএবার দেখার বিষয় প্রযোজকের আসনে বসানোর পর তার কি হাল হয়!
ভারতীয় হকি দলের প্রাক্তন এই অধিনায়কের কৃতিত্বেই ২০০৯ সালে ১৩ বছর পর সুলতান আজলান শাহ কাপ আসে দেশের হাতেকিন্তু তাঁর অসাধারণ মনের জোর বোঝানোর জন্য এটাই একমাত্র ঘটনা নয়
এই ম্যাচ জেতার ঠিক তিন বছর আগে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন সন্দীপদুই বছর তিনি প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে থাকেন এবং দীর্ঘদিনের জন্য হুইলচেয়ারই তাঁর ঠিকানা হয়ে পড়ে
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: