Saturday, 27 December 2014

নতুন করে আবার কী সারপ্রাইজ দিতে যাচ্ছেন মেহজাবিন!


বেশ কিছুদিন ধরে মেহজাবিনের সারপ্রাইজ নিয়েই দর্শক মহলে চলছে মাতামাতি যেখানেই যান এ নিয়ে প্রশংসায় ভাসেন মেহজাবিনবাবাকে সারপ্রাইজ দেবেন লাক্স-তারকা ও অভিনেত্রী মেহজাবিন আর তা দিয়েছেনওযে সারপ্রাইজের কথা বলা হচ্ছিল তা হচ্ছে বর্তমানে দেশের সব টিভি চ্যানেলে প্রচার চলতি বাংলালিংকের বিজ্ঞাপনের গল্পের একটি অংশবিশেষবাবাকে মেহজাবিন ইয়ো ইয়ো জামাই দেখাবেনএমন ইয়ো ইয়ো জামাই দেখে বাবা জ্ঞান হারিয়ে ফেলেন দুই দুবারবিজ্ঞাপনের পুরো গল্পজুড়ে এমনটাই দেখা যায়মেহজাবিনের অন্য বিজ্ঞাপনগুলো বরাবরই প্রশংসিত হয়েছেতবে এবারেরটি আগেরগুলোর চেয়ে বেশি আলোচিত হয়েছে বলে জানান তিনি প্রসঙ্গে মেহজাবিন বলেন, কাজটি করার সময় যেমনটা উপভোগ করেছি তার চেয়ে বেশি মজা পেয়েছি প্রচারে আসার পরফেসবুক থেকে সব জায়গা- যেখানেই যাই সবাই এ বিজ্ঞাপনটির কথা বলেনপাশাপাশি প্রশংসাও করেনআসলে মজার গল্প নিয়ে বিজ্ঞাপন হলে সব সময়ই এমন রেসপন্স পাওয়া যায়
লাক্স তারকা খ্যাতি পাওয়ার পর থেকে একাধারে বিজ্ঞাপন ও নাটকে কাজ করে যাচ্ছেন মেহজাবিনএখন বিজ্ঞাপন ও নাটকের কাজ নিয়েই ব্যস্ততা তারতবে এ ব্যস্ততার মাঝেও ভক্তদের সঙ্গে ফেসবুকে সময় কাটাতে ভোলেন না মেহজাবিন কোথায় যাচ্ছেন, কি করছেন, কি ইচ্ছে করছে, বাসার টুকিটাকি কাজ, নিজের ছবি, কাজের ছবিসহ বিশাল কর্মকাণ্ড শুধু তার ফেসবুকজুড়েআর সেই সঙ্গে চ্যাট করা থেকেও মোটেও বিরত থাকেন না তিনি
এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, ফেসবুকে সবার সঙ্গে আড্ডা দিতে বেশ ভালই লাগেদেখা গেছে কোন স্ট্যাটাস না থাকলে ভক্তদের পাঠানো মেসেজে ইনবক্স ভরে যায়অনেকেই জিজ্ঞেস করেন আমার কি হয়েছে, অসুস্থ কিনা? অবশ্য এসব দেখে মাঝে মাঝে খুব ভাল লাগেসবার এত ভালবাসা আমার প্রতি, এসব দেখলে মাঝে মাঝে আবেগাপ্লুত হয়ে পড়িতাই ফেসবুকে প্রতিদিনই কোন না কোন আপডেট দেয়ার চেষ্টা করিএতে আমারও ভাল লাগেটিভি নাটক ও বিজ্ঞাপনের কাজের পাশাপাশি অবসর সময়ে চলচ্চিত্র দেখেও সময় কাটে মেহজাবিনেরতবে দর্শক ভক্তদের মাঝে প্রায়ই তার অভিনীত ছবি নিয়ে একটা বিশেষ কৌতূহল থাকে
অবশ্য চলচ্চিত্রে যে মেহজাবিন নাম লেখাননি তা কিন্তু নয়স্বপন আহমেদের পরিচালনায় পরবাসিনীছবিতে অভিনয় করেছেন তিনিশুটিং শেষে দীর্ঘদিন ধরে সম্পাদনার টেবিলে পড়ে আছে ছবিটিনিজের ক্যারিয়ারের প্রথম ছবিমুক্তির মিছিলে আসছে না বলে মেহজাবিনের মন্তব্য কি? জানতে চাইলে তিনি বলেন, ছবিটির কাজ শেষ হয়েছেকিন্তু এখনও কেন মুক্তি দেয়া হচ্ছে না তা বুঝতেই পারছি না তবে এ নিয়ে আমার বলার কিছু নেইএ ছবি নিয়ে এখন আর কিছু বলতেও চাই না
তবে এ মুহূর্তে আমার ভাবনায় মোস্তফা সরয়ার ফারুকীর ডুবোশহরসবকিছু ঠিক থাকলে এ ছবিটির কাজ কয়েক দিনের মধ্যে শুরু হবেএদিকে সমপ্রতি পিকলু খানের নির্দেশনায় ওমেরা এলপিজির বিজ্ঞাপনের মডেল হয়েছেন মেহজাবিনএতে তাকে একজন গৃহিণীর ভূমিকায় দেখা যাবেএ প্রসঙ্গে মেহজাবিন বলেন, নতুন এ বিজ্ঞাপনটি করে বেশ ভাল লেগেছেএর পেছনে অবশ্য কারণও রয়েছেএতে গৃহিণীর ভূমিকায় আমাকে দেখা যাবেআর বিজ্ঞাপনটির নির্মাণশৈলী খুবই ভাল হয়েছেআশা করছি দর্শকের ভাল লাগবেউল্লেখ্য, মিডিয়ার কাজের পাশাপাশি মেহজাবিন পড়াশোনাও নিয়মিত করছেনএকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছেন তিনি
সূত্র: মানবজমিন

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: