Friday, 26 December 2014

নরেন্দ্র মোদীকে টপকে গেলেন সানি!


চলতি বছর গুগলে সবচেয়ে বেশি বার যার খোঁজে মানুষ হন্যে হয়েছে, তিনি বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রীজনপ্রিয়তার নিরিখে নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গিয়েছেন তিনি
২০১৪ সালে ভারতে সবচেয়ে বেশি কাকে খুঁজেছেন গুগল ব্যবহারকারীরা?
সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া, সালমান খান, দীপিকা , ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট মায় শাহরুখ খানকে গুগল জনপ্রিয়তার নিরিখে অনেক পিছনে ফেলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কিন্তু একজনের কাছে শেষ পর্যন্ত তাকে এ ব্যাপারে নতি স্বীকার করতে হয়েছেতিনি আর কেউ নন, পর্দায় যৌন দীপ্তি ছড়াতে সিদ্ধহস্ত সানি লিওন
মজার কথা, মূলত ভৌতিক কাহিনী অবলম্বনে তৈরি ছবি রাগিনী এমএমএসএর সুবাদে রাতারাতি দর্শকের নয়নের মণি হয়ে ওঠেন সানিছবিতে বেবি ডলগানের দৃশ্যে ছন্দে ছন্দে পোশাক উন্মোচন করে সাড়া ফেলে দিয়েছিলেন লাস্যময়ী নায়িকা
উল্লেখ্য, গুগলে এ বছরের সবচেয়ে বেশি বার দেখা ছবিও ওই রাগিনী এমএমএস কিক’, ‘জয় হো’, ‘হ্যাপি নিউ ইয়ারঅথবা ব্যাং ব্যাংকে অনায়াসে পিছনে ফেলে তালিকার শীর্ষে রয়েছে এই ছবি
আরও একটা কথা, ২০১২, ২০১৩ সালের পর এই নিয়ে টানা তিন বছর গুগল সার্চে পয়লা নম্বরে থাকলেন সানি লিওন
রাজনীতিক এবং বলিউড ডিভাদের পর ২০১৪ সালে আরও একজন গুগল অনুসন্ধানকারীদের নেকনজরে পড়েছেনভারতীয় ক্রিকেট দলের ২০১০ সালের বিশ্বকাপ জেতার পর প্রকাশ্যে নগ্ন হয়ে বিতর্কের আলোয় চলে আসেন মডেল পুনম পান্ডে বছরের গুগল সার্চ তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: