Thursday, 25 December 2014

গুগলে বছর সেরা


বছর শেষ হতে চললসারা বছর ধরে আলোচনায় ছিলেন বহু সেলিব্রিটিইকিন্তু গুগলে সবচেয়ে বেশি সার্চ পড়ল কার নামে? উত্তর হল জেনিফার লরেন্সভালোয়-মন্দয় মিশিয়ে বছরটা খুব খারাপ গেল না তার জন্য
মন্দর তালিকা তৈরি করতে গেলে প্রথমেই যে প্রসঙ্গ উঠবে, তা হ্যাকারের কারণে ইন্টারনেটে তার নগ্ন ছবি ছড়িয়ে পড়ার ঘটনাঘটনার জেরে সে সময়ে ডিপ্রেশনেও চলে গিয়েছিলেন লরেন্সকিন্তু তারপরেও ২০১৪ তার জন্য একেবারে খারাপ মোটেও নয়বরং বলা ভালো বছরটা তার জন্য বেশ ভালোই কেটেছে
বক্স অফিসে তার এক্স মেন: ডেজ অফ ফিউচার ফাস্টসফলহাংগার গেমস: মকিং জে পার্ট ওয়ানআলোচনার কেন্দ্রেআর এতগুলো ঘটনার কেন্দ্রে ছিলেন বলেই ২০১৪তে তার নাম করে গুগলে সার্চ হয়েছে সবচেয়ে বেশি
২০১৪তে গুগলে সার্চ হওয়া সেলিব্রিটিদের তালিকায় লরেন্সের পরেই রয়েছেন কিম কারদাশিয়ানফরাসি অভিনেত্রী জুলিয়ে গায়েত রয়েছেন তিন নম্বরেপ্রথম পাঁচ জনের মধ্যে রয়েছেন রেনে জোয়েলগারওতবে ঘটনাচক্রে এই তালিকার প্রথম পাঁচ জনই মহিলা
পুরুষদের মধ্যে গুগলে সর্বাধিক জনপ্রিয় ব্যক্তির নাম অভিনেতা জারড লেটো তালিকায় রয়েছেন লেটোর ডালাস বায়ারস ক্লাব’-এর সহ-অভিনেতা ম্যাথু ম্যাককনেও

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: