বছর শেষ হতে
চলল। সারা বছর ধরে আলোচনায় ছিলেন বহু সেলিব্রিটিই। কিন্তু গুগলে সবচেয়ে বেশি সার্চ পড়ল কার নামে? উত্তর হল
জেনিফার লরেন্স। ভালোয়-মন্দয় মিশিয়ে বছরটা খুব খারাপ গেল
না তার জন্য।
মন্দর
তালিকা তৈরি করতে গেলে প্রথমেই যে প্রসঙ্গ উঠবে, তা হ্যাকারের কারণে ইন্টারনেটে
তার নগ্ন ছবি ছড়িয়ে পড়ার ঘটনা। ঘটনার জেরে
সে সময়ে ডিপ্রেশনেও
চলে গিয়েছিলেন লরেন্স। কিন্তু তারপরেও ২০১৪ তার জন্য একেবারে
খারাপ
মোটেও নয়। বরং বলা ভালো বছরটা তার জন্য বেশ ভালোই
কেটেছে।বক্স অফিসে তার ‘এক্স মেন: ডেজ অফ ফিউচার ফাস্ট’ সফল। ‘হাংগার গেমস: মকিং জে পার্ট ওয়ান’ আলোচনার কেন্দ্রে। আর এতগুলো ঘটনার কেন্দ্রে ছিলেন বলেই ২০১৪’তে তার নাম করে গুগলে সার্চ হয়েছে সবচেয়ে বেশি।
২০১৪’তে গুগলে সার্চ হওয়া সেলিব্রিটিদের তালিকায় লরেন্সের পরেই রয়েছেন কিম কারদাশিয়ান। ফরাসি অভিনেত্রী জুলিয়ে গায়েত রয়েছেন তিন নম্বরে। প্রথম পাঁচ জনের মধ্যে রয়েছেন রেনে জোয়েলগারও। তবে ঘটনাচক্রে এই তালিকার প্রথম পাঁচ জনই মহিলা।
পুরুষদের মধ্যে গুগলে সর্বাধিক জনপ্রিয় ব্যক্তির নাম অভিনেতা জারড লেটো। তালিকায় রয়েছেন লেটোর ‘ডালাস বায়ারস ক্লাব’-এর সহ-অভিনেতা ম্যাথু ম্যাককনেও।

0 comments: