Thursday, 11 December 2014

বালার জন্মদিন উদযাপনে সালমান-প্যারিস


বলিউড তারকা সালমান খান যা করতে চান, তা যে তিনি করেনই সে কথা তো সকলেরই জানা দাবাং খান এবার বালাজি রাওয়ের বার্থডে পার্টিটাও দারুণভাবে উদযাপন করলেন হলিউড তারকা প্যারিস হিলটন ছিল এবারে সালমান খানের গেস্ট অব অনার, তাই বোঝাই যাচ্ছে সালমানের পুরো অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন এই প্যারিস হিলটন
সালমান খান এই পার্টিতে বলিউডের সঙ্গীতশিল্পী মিকা সিংয়ের ডায়মন্ডের নেকলেস খুলে প্যারিসের গলায় পরিয়ে দেনপ্যারিসও দারুণ উচ্ছ্বসিত হয়ে সালমান ও মিকাকে নেকলেসের জন্য টুইটারে ধন্যবাদ জানানতিনি আরও লিখেন, তিনি সময়টা খুব উপভোগ করেছেনএবং এই নেকলেসটিকে তিনি আজীবন সযত্নে রাখবেন
প্যারিস বর্তমানে ইন্ডিয়ায় আছেনতিনি মুম্বাইতে একটি শোতে ডিজে হিসেবে কাজ করার জন্য এসেছেনপ্যারিস অবশ্য এই শো সম্পর্কে তেমন কিছুই বলেননি তিনি ইন্সটাগ্রামে একটি ছবির নিচে লিখেন, অবশেষে আমি মুম্বাইতে পৌঁছেছি এখন চূড়ান্ত গন্তব্যের দিকে রওনা হবএটাই আমার জীবনের সবচেয়ে লম্বা ভ্রমণ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: