অনেকদিন ধরেই বেনজি
ম্যাডেনের সঙ্গে শোনা যাচ্ছে হলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যামেরুন
ডিয়াজ প্রেমের গুঞ্জন। খুব
শিগগিরি বিয়ে করতে যাচ্ছেন তারা এমনটাই শোনা
যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। প্রথমদিকে নিজেকে আড়ালে
রাখলেও সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের
বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন
হলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।
ম্যাডেনকে
বিয়ে
করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,তার কাছে বিয়েটাই একটি সম্পর্কের
সর্বশেষ পরিণতি নয় । এছারা তিনি আরও বলেন,আমি এখনই
বিয়ে করছি এমন কোনো কথাই আমি সঠিকভাবে বলছি না ঠিক তেমনি কখনও বিয়ে করব না
তাও ঠিক বলছি না। বর্তমানে একাকি জীবন উপভোগ করছেন তিনি। তাই খুব তারাতারি কারোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছা নেই বলে জানান এই অভিনেত্রী। এমনকি এই মুহুর্তে কি করা উচিৎ আর কি করা উচিৎ নয় সেটি নিয়েও ভাবছেন না তিনি।
সূত্র: হলিউডটেইক

0 comments: