Thursday, 11 December 2014

আমিরের লজ্জা বাঁচানো ট্রানজিস্টরটি এখন নিলামে!


বিনোদন জগত এমন একটি জায়গা যেখানে খুব সাধারন একটি জিনিষও অসাধারন মনে হয়তবে এক্ষেত্রে ট্রানজিস্টরটি আসলেই অয়াসাধারন হবার যোগ্যকি ঠিক কিছুই বুঝে উঠতে পারছেন না তো
পিকেসিনেমাতে আমির খানের মান সম্মান বাঁচিয়েছিল এই ট্রানজিস্টরটি অনলাইন নিলামে সেই ট্রানজিস্টরটির দাম উঠেছে দেড় কোটি রুপিভক্তদের নিশ্চয়ই এখনও মনে আছেনগ্ন আমিরের সেই পোস্টারের কথাযেখানে রেডিও হাতে নিজেকে আড়াল রেখেছেন আমির অভিনেতা
ভক্তরা জানলে অবাক হবেন এই ট্রানজিস্টরটির দাম ২২৭ রুপির বেশি নয়তবে মিস্টার পারফেকশনিস্ট চান না, এই ধরনের ব্যবসা হোকতিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমি মনে করি, যে সব জিনিস আমাদের খুব কাছের অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ, সেগুলি নিজের কাছেই রাখা ভালো
তবে ট্রানজিস্টরটিকে সংগ্রহে রাখার তালিকায় স্বয়ং পিকে’-এর বান্ধবীও রয়েছেনঅর্থাৎ আনুশকা শর্মাও সিনেমার পরিচালক রাজকুমার হিরানিকে বলে রেখেছেন পিকের স্মৃতি হিসাবে তিনি রেডিওটি রাখতে আগ্রহীহাজার হোক আমিরি রেডিওএখন দেখার কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: