Thursday, 11 December 2014

অভিনয়ে 'অদক্ষ' নবাগতা পরীমনি!


চলচ্চিত্র জগতে পা রেখেছেন বেশিদিন হয়নিএরমধ্যেই নানা সময়ে নানা কারণে বিতর্কে জড়িয়ে পরেন পরীমনিতবে এবার শোনা যাচ্ছে চলচ্চিত্র ভুবনের অনেকেই মনে করেন অভিনয়ে সেরকম দক্ষ নন পরীমনি
এ বিষয়ে জানতে চাইলে পরীমনি সংবাদমাধ্যমকে বলেন, আপনাদের কাছে একটাই প্রশ্ন আমার কোনো সিনেমা এখন পর্যন্ত মুক্তি পায়নিতাহলে আমি যে অদক্ষ সেটা নিয়ে প্রশ্ন উঠে কি করে? আমার অভিনয় তো বড় পর্দায় উঠলোই না, আর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেল
তিনি আরও বলেন, যদি অদক্ষই হতাম তাহলে এতগুলো সিনেমার সঙ্গে যুক্ত হতে পারতাম নাপরিচালকরা নিশ্চয়ই ঘাস খান না যে, আমার চেহারা দেখে চুক্তি করাবেআগে সিনেমা মুক্তি পাক তারপর না হয় সমালোচনা করুন

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: