Wednesday, 10 December 2014

বলিউডের “সেক্স গুরু” রিতেশ দেশমুখ!


শিরোনাম পড়ে চোখ একেবারে চড়ক গাছে ওঠার মতো অবস্থাকিছুদিন আগেই ছেলের বাবা হলেন রিতেশ দেশমুখ আর এখন এসব কি তকমা লাগিয়ে বেড়াচ্ছেন এই অভিনেতা! ভাবতে অবাক লাগলেও এমনটা আসলেই ঘটেছেএই তকমা লাগানোর পেছনে রিতেশের কর্মকাণ্ডই মূল কারণ
আর কেনই বা সেক্স গুরুর তকমা লাগবে না রিতেশের গায়ে বলুন? শুরু থেকেই রিতেশ সেক্স কমেডি নির্ভর সিনেমায় কাজ করে আসছেনতাই অনেকটা বাধ্য হয়েই রিতেশকে এমন আখ্যা দিলেন বলিউডের আরেক অভিনেতা আফতাব শিভদেসানিতবে মজার ব্যপার হল আফতাব নিজে বাঁচতেই রিতেশের নাম উচ্চারন করেন
সম্প্রতি আফতাব তার কেয়া কুল হে হাময়ের তৃতীয় ভার্সন বের করবেন বলে জানানসাংবাদিকদের সাথে কথা বিনিময়ের সময় আফতাবকে জিজ্ঞেস করা হয়, সেক্স কমেডি নির্ভর সিনেমা করতে করতে তো আপনি সেক্স গুরু হয়ে যাচ্ছেন
এমন মন্তব্যে আফতাব বেশ চালাকি করে উত্তর দেন, এই শাখায় রিতেশ দেশমুখ সেরাসে তো এখনই সেক্স গুরুআর আমরা তার কেবলমাত্র ছাত্র
আফতাব শিভদেসানির এমন মন্তব্যে রিতেশের উত্তর কী হবে এখন কেবল তাই দেখার পালা
সূত্র: দ্যা নিউজ রিপোর্টস

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: