কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চাষী নজরুল ইসলামকে গুরুতর অসুস্থ অবস্থায় আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাষী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। আজ মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের ৬৬৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।
পরিবার সূত্রে জানা গেছে,তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাষী নজরুল ইসলামের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

0 comments: