একবার জনপ্রিয় হয়ে গেলে কি যা ইচ্ছা তাই করতে হবে? অন্তত সানি লিওন আর হানি সিংকে দেখে তো তাই মনে হচ্ছে। সানি আজকাল দ্রুত জনপ্রিয় হচ্ছেন বলিউডে, কিন্তু আজেবাজে যা তা কাজ করার অভ্যাস তার এখনো যায়নি। সেখানেই সুযোগ পান, পর্দায় উপস্থিত হয়ে যান। অন্যদিকে আরেকজন হচ্ছে ইয়ো ইয়ো হানি সিং। ঝড়ে বক মরার মত হুট একরে বিনা পরিশ্রমে হিট হয়ে তারকা বনে গেছেন তিনি। আর তাই বুঝি কোন চিন্তা ভাবনা ছাড়াই একের পর এক কুৎসিত গান পরিবেশন করে যাচ্ছেন।
প্রশ্ন হচ্ছে, কুৎসিত কাজগুলো কি দর্শক পছন্দ করছেন? উত্তরটা হলো, একদম নয়! কিছুদিন আগেই ভিডিওতে সোনাক্ষিকে সঙ্গী করে একটা গান বাজারে ছাড়লেন হানি সিং। গান তো পাত্তা পায়-ই নি। বরং সেই গানে সোনাক্ষির ভূমিকা ও সাজপোশাক নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন নায়িকা। তারপরই সানি লিওনকে সঙ্গী করে নতুন ভিডিও ছাড়লে হানি সিং। আর তারপরই সমালোচনার ঝড় উঠলো বলিউডে।
একে তো গানের মাঝে আকর্ষণীয় কিছুই নেই, দ্বিতীয়ত গানের কথা দিয়ে মদ পানকে অনুপ্রাণিত করা হচ্ছে। বলিউড বিশেষজ্ঞদের মতে আকর্ষণহীন গানে সানিকে নাচিয়ে গানটিকে হিট করার চেষ্টা করেছেন হানি। বলাই বাহুল্য যে সানির নাচটাও গানের সাথে মানানসই নয়। এবং আরও ভালো করে বলতে গেলে আসলে কোন ড্যান্স স্টেপ নেই গানে। আছে কেবল সানির শরীরের প্রদর্শনী।
ভিডিওটি দেখে নিজেই বিবেচনা করুন।
ভিডিও টি দেখুন---->

0 comments: