Sunday, 9 November 2014

অবশেষে ঢাকায় আসছেন পাওলি দাম


১৫ নভেম্বর ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামহাসিবুর রেজা কল্লোল পরিচালিত 'সত্তা' ছবিতে অভিনয় করবেন তিনিএ ছবিতে তার বিপরীতে থাকছেন চিত্রনায়ক শাকিব খান
কথা ছিল এ বছরের আগস্টে 'সত্তা'র শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসবেন পাওলি দামকিন্তু কলকাতা ও মুম্বাইয়ে ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে পাওলির ঢাকায় আসার সময়টি পিছিয়ে দিতে হয়েছেতারই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর দুপুরে জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় আসছেন পাওলি দামবিষয়টি নিশ্চিত করেছেন পাওলি নিজেই
এর আগে ২০১০ সালে গৌতম ঘোষ পরিচালিত 'মনের মানুষ' ছবির শুটিংয়ে অংশ নিতে প্রথমবার ঢাকায় আসেন তিনিছবিটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে এরপর বাংলাদেশ থেকে অনেকেই পাওলিকে নিয়ে ছবি নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু নানা কারণে সেসব ছবিতে অভিনয় করা হয়নি
প্রসঙ্গে পাওলি বলেন, 'আমার আদি নিবাস কিন্তু বাংলাদেশের ফরিদপুরেতাই আমার মধ্যে বাংলাদেশের প্রতি আলাদা ভালো লাগা সব সময় কাজ করে'মনের মানুষ' ছবিটির পর বাংলাদেশের অনেক পরিচালকই তাদের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেনকিন্তু সবকিছু ব্যাটে-বলে মেলেনি'সত্তা' ছবিটি নিয়ে পরিচালক কল্লোলের সঙ্গে ২ বছর ধরে কথাবার্তা হচ্ছেগল্পটা প্রথম শুনেই আমার ভালো লেগেছেএকই সঙ্গে পরিচালকের কথাবার্তা আমাকে মুগ্ধ করেছেতাছাড়া ছবিতে আমার চরিত্রটি অসাধারণ মনে হয়েছেআশা করছি, এর মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীরা মানসম্পন্ন একটি ছবি উপহার পাবেন'
এদিকে ১৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে পাওলি অভিনীত নতুন চলচ্চিত্র 'পারাপার'ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় নাগ

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: