Sunday, 9 November 2014

সালমানের রহস্যজনক মৃত্যু নিয়ে ভক্তদের কাছে অভিনেতার মায়ের কিছু প্রশ্ন


গত ৬ সেপ্টেম্বর ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা সালমান শাহের মৃত্যু বার্ষিকী ছিল তবে এই অভিনেতার মৃত্যু নিয়েও কিন্তু কম রহস্য করা হয়নিকেউ বলেছেন সালমান আত্মহত্যা করেছেন আবার কেউ বলেছেন তাকে হত্তা করা হয়েছেতবে আজ পর্যন্ত এই প্রয়াত অভিনেতার মৃত্যুর রহস্য উন্মচিত হয়নিসম্প্রতি সালমানের মা মা নীলা চৌধুরী যুক্তরাজ্য থেকে ফোনালাপের মাধ্যমে দেওয়া এক রেডিও সাক্ষাৎকারে আবারও ছেলে ইমনের (সালমান শাহ) মৃত্যুকে আত্মহত্যা নয়, হত্যা বলে দাবি করেছেন তিনিসবার কাছে রেখেছেন অনেকগুলো প্রশ্ন
এক সময়ের সাংসদ ও প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মা নীলা চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে আছেনসম্প্রতি সময়ের কণ্ঠস্বরে লিখিত আকারে প্রকাশিত নীলা চৌধুরীর সাক্ষাৎকারের চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চাই দেশের মানুষ জানুক, ইমন আত্মহত্যা করেনিতাকে হত্যা করা হয়েছেআমি সালমান ভক্তদের সাথে নিয়ে তার হত্যার বিচার চাইএর পেছনে সামিরা যদি যুক্ত না-ই থাকত, তাহলে সে ইমনের বন্ধুর সাথে কীভাবে দুটি সন্তান নিয়ে সংসার করছে? ইমন যেদিন মারা যায়, আমাকে বাসায় উঠতে দিতে তারা অনেক সময় নষ্ট করেছে
বাসায় ওঠার পর দেখতে পেলাম, সামিরার বিউটি পার্লারের মেয়ে ও বাসার কাজের ছেলেটি ইমনের সমস্ত শরীর ম্যাসাজ করছেআমার প্রশ্ন হলো, কোনো মানুষ যদি ফ্যানে ঝুলে সুইসাইড করে তাহলে প্রথম কাজ হলো পুলিশে ইনফর্ম করা কিন্তু তারা সেটা করেনিসালমান শাহ দেশের একজন বড় অভিনেতা, কিন্তু মৃত্যুকালীন সময়ে তার বাসায় চাল-ডাল কিছুই ছিল নাকোথায় গেল? বাথরুমেও অনেকগুলো ভেজা তোয়ালে পাওয়া গিয়েছিলএগুলো কিসের আলামত? ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে যখন প্রথম নেওয়া হয়, তখন না দেখে পরীক্ষা না করে চিকিৎসকরা কীভাবে বলল, সালমান ইজ ডেডতারা কীভাবে বুঝল, সালমান মারা গেছে?


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: