বলিউডে অভিষেকের আগেই শাহরুখকে টেক্কা দিলেন পুত্র আরিয়ান। আদিত্য চোপড়ার ইচ্ছে ‘ধুম ৬'-এ ভিলেনের চরিত্রে অভিনয় করুক আরিয়ান। তার জন্য এখন থেকেই ছবির স্ক্রিপ্ট নির্বাচন শুরু করেছেন তিনি। ধুম সিরিজের চার নম্বর ছবিতে ভিলেন হওয়ার জন্য সম্প্রতি ইচেছ প্রকাশ করেছিলেন শাহরুখ। জানিয়েছিলেন, ধুম-এ ভিলেনদের বাইক রাইডিং তাঁর ‘কুল' লাগে। অথচ পরের ধুম-এ সালমানকে ভিলেনের চরিত্র দেবেন বলে ভেবেছিলেন আদিত্য।
এদিকে খলনায়কের চরিত্র নিয়ে শাহরুখ-সালমানের কাড়াকাড়ির মাঝে গোল দিয়ে দিয়েছে জুনিয়র খান। বয়স এখন ১৭। পড়াশোনা করছে বিদেশে। খ্যাতির পাশাপাশি সম্প্রতি অমিতাভ বচ্চনের নাতনি নব্যার সঙ্গে এমএমএস বিতর্কেও নাম জড়িয়েছে। আদিত্য চাইছেন আরিয়ানের ২১ বছর হলে শুরু করবেন ‘ধুম ৬'-এএর শুটিং। এর আগে ‘কাভি খুশি কাভি গম'-এ বাচ্চার চরিত্রে দেখা গিয়েছিল আরিয়ানকে। ‘কাভি আলবিদা না কাহেনা'য় অভিনয় করলেও শেষ মুহূর্তে তার দৃশ্যে কাঁচি চালানো হয়েছিল। অবশ্য আদৌ অভিনয় জগতে আসবেন কি না তা নিয়ে এখনও মুখ খোলেননি ড্যাডি'র প্রিয় পুত্র। ছেলের ক্যারিয়ার নিয়ে মাথা ঘামাতে চাইছেন না শাহরুখও। তবে বলিউডের ভেতরের খবর, ধুম সিরিজে ভিলেনের রোলের দখল নিয়ে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতা চলছে বাপ-ব্যাটার মধ্যে!

0 comments: