Sunday, 16 November 2014

বাবাকে টপকে "ধুম"-এর ভিলেন শাহরুখ পুত্র!


বলিউডে অভিষেকের আগেই শাহরুখকে টেক্কা দিলেন পুত্র আরিয়ানআদিত্য চোপড়ার ইচ্ছে ধুম ৬'-এ ভিলেনের চরিত্রে অভিনয় করুক আরিয়ানতার জন্য এখন থেকেই ছবির স্ক্রিপ্ট নির্বাচন শুরু করেছেন তিনিধুম সিরিজের চার নম্বর ছবিতে ভিলেন হওয়ার জন্য সম্প্রতি ইচেছ প্রকাশ করেছিলেন শাহরুখ জানিয়েছিলেন, ধুম-এ ভিলেনদের বাইক রাইডিং তাঁর কুল' লাগেঅথচ পরের ধুম-এ সালমানকে ভিলেনের চরিত্র দেবেন বলে ভেবেছিলেন আদিত্য
এদিকে খলনায়কের চরিত্র নিয়ে শাহরুখ-সালমানের কাড়াকাড়ির মাঝে গোল দিয়ে দিয়েছে জুনিয়র খানবয়স এখন ১৭পড়াশোনা করছে বিদেশেখ্যাতির পাশাপাশি সম্প্রতি অমিতাভ বচ্চনের নাতনি নব্যার সঙ্গে এমএমএস বিতর্কেও নাম জড়িয়েছে আদিত্য চাইছেন আরিয়ানের ২১ বছর হলে শুরু করবেন ধুম ৬'-এএর শুটিংএর আগেকাভি খুশি কাভি গম'-এ বাচ্চার চরিত্রে দেখা গিয়েছিল আরিয়ানকেকাভি আলবিদা না কাহেনা'য় অভিনয় করলেও শেষ মুহূর্তে তার দৃশ্যে কাঁচি চালানো হয়েছিলঅবশ্য আদৌ অভিনয় জগতে আসবেন কি না তা নিয়ে এখনও মুখ খোলেননি ড্যাডি'র প্রিয় পুত্রছেলের ক্যারিয়ার নিয়ে মাথা ঘামাতে চাইছেন না শাহরুখওতবে বলিউডের ভেতরের খবর, ধুম সিরিজে ভিলেনের রোলের দখল নিয়ে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতা চলছে বাপ-ব্যাটার মধ্যে!

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: