Sunday, 16 November 2014

এবার নগ্ন হবেন বিপাশা বসু


বলিউডের অন্যতম হট সিম্বল অভিনেত্রী বিপাশা বসুপ্রথম থেকেই দর্শকরা যাকে খোলামেলা পোশাকেই দেখতে অভ্যস্তকিন্তু এবার কোনো পোশাকের বালাই নেই সম্পূর্ণ নগ্ন রূপেই ক্যামেরা বন্দী হবেন বিপাশা
পরিচালক বিক্রম পণ্ডিতের ছবি নীয়ার একটি স্নানের দৃশ্য শুট করার সময় নগ্ন রূপে দেখা যাবে তাঁকেএছাড়া এই ছবিতে খোলামেলা পোশাকে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করতে দেখা যাবে বিপাশাকে
এই সম্পর্কে সাংবাদিকদের দেওয়া একটি প্রশ্নের উত্তরে বিপাশা জানিয়েছেন, ‘একজন অভিনেত্রী হিসেবে যে কোনো দৃশ্যে অভিনয় করার জন্য আমি তৈরিচরিত্রের প্রয়োজনে নগ্ন হতে কিংবা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমার আগেও কোনো আপত্তি ছিল না আর এখনো নেইএই ছবিতে তেমনই করেছিআশা করছি নীয়া দর্শকদের ভালো লাগবে
এই ছবিতে বিপাশার বিপরীতে অভিনয় করবেন তাঁর পুরোনো বন্ধু রানা ডাগ্গুবাত্তি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: