Saturday, 15 November 2014

শাহরুখ খানের থাপ্পড়ে অসুস্থ হানি সিং!


হ্যাঁ, শিরোনামে যা পড়েছেন ঘটেছে ঠিক সেটাইঅন্তত বলিউডের গুঞ্জন তাই বলছে শাহরুখ খানের হাতে থাপ্পড় খেয়ে পড়ে গেছেন হানি সিং এবং ফলে অসুস্থ হয়ে পড়েছেননা, এটি কোন সিনেমা বা রিয়েলিটি শো এর কাহিনী নয়বরং ঘটেছে বাস্তবেই! যদিও হানির পরিবার অস্বীকার করছেন ব্যাপারটাকিন্তু বলিউডে যা রটে, তা কিছু তো বটেশুনতে পাওয়া গেছে যে অভদ্রতার জন্য হানিকে থাপ্পড় মেরেছেন শাহরুখ! কী ঘটেছিল আসলে সেদিন?
শাহরুখ খান হ্যাপি নিউ ইয়ারমুক্তি পাওয়ার আগে ছবির প্রমোশনের জন্য বিদেশে স্ল্যাম ট্যুরের আয়োজন করেছিলেনছবির সঙ্গে যুক্ত সব কলাকৌশলীরা ছাড়াও সেই ট্যুরে ছিলেন শিল্পী হানি সিংওকিন্তু মাঝ পথেই বাড়ি ফিরেন হানিপরে জানানো হয়, অসুস্থতার কারণে তিনি ফিরে এসেছেনতবে এখন জানা গেছে, হানি সিংকে শাহরুখ থাপ্পড় মারায় তিনি ট্যুরে না গিয়েই বাড়ি ফিরেন
ট্যুরে থাকা অন্যরা জানিয়েছে, অভদ্রতার কারণে হানি সিংকে থাপ্পড় মারেন শাহরুখ খানআর কারণেই তিনি পড়ে গিয়ে আঘাত পান
কিন্তু হানি সিংয়ের স্ত্রী শালিনি জানান, হানি সিং বেশ কয়েকদিন ধরেই অসুস্থআর অসুস্থতার কারণেই হানি বাড়ি ফিরে আসেশাহরুখ আর হানিকে জড়িয়ে যেসব বলা হচ্ছে তা সবই নাকি গুজবজনপ্রিয় এক সংবাদপত্রে সাক্ষাৎকারে মালিনি বলেন, শাহরুখ খান কেন এমনটা করবেন? তিনি তো হানিকে ছোটভাইয়ের মতো দেখেন, হানিও তাকে বড়ভাইয়ের মতোই শ্রদ্ধা করে
তিনি আরো বলেন, স্ল্যাম ট্যুরে যাওয়ার আগে হানি খুব অসুস্থ হয়ে পড়ে তখন শাহরুখ খান তাকে ঘরে রেস্ট নিতে বলেনকিন্তু যেহেতু কথা দেয়া হয়ে গিয়েছিল তাই হানি ওই ট্যুরে যায়তবে সে উচ্চ রক্তচাপের জন্য হাইডোজের ওষুধ খেতোতাই একদিন পা পিছলে পড়ে যায়পরে সে বাড়ি ফিরে আসেআর সবাই গল্প বানালো শাহরুখ থাপ্পড় মেরেছে বলে হানি পড়ে যায়

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: