Sunday, 16 November 2014

সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করলেন রণবীর!


বলিউডের অভিনেতা রণবীর কাপুর বরাবরই তার কর্মকাণ্ডের জন্য সমালোচিত হনবেশ কিছুদিন আগেও এক ফটোসাংবাদিকের কাছ থেকে তার ক্যামেরা ছিনিয়ে নেন এই চকলেট হিরোআর সাথে সাথেই খবরে পরিণত হন এই তারকাসম্প্রতি আবারও সাংবাদিকদের গালিগালাজ করলেন এবং গায়ে হাত তুললেন এই অভিনেতা!
জানা যায়, এই দিন রণবীর তার কার্টার রোডের বাড়ি ঢোকার সময় এক দল ফটোগ্রাফারদের বাড়ির সামনে দাঁড়িয়ে ভিডিও ফুটেজ নিতে দেখেনএমন দৃশ্য দেখে বেশ ক্ষেপে যান এই অভিনেতাসংবাদকর্মীরা রণবীরকে দেখেই ছবি তুলতে শুরু করেন এমন সময় নিজের রাগ সংবরণ করতে না পেরে অকথ্য ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করতে শুরু করেন এবং এক পর্যায়ে সাংবাদিকদের উপর চড়াও হন তিনি
ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ঝামেলাতেই আছেন এই তারকাদীপিকা পাডুকোনের সাথে বিচ্ছেদের পর নার্গিস ফাখরির সাথে প্রেম, অতঃপর ক্যাটরিনা কাইফের সাথে ঘর বাঁধাএসব নিয়ে বরাবরই খবরের শিরোনামে পরিণত হওয়া এই তারকা আর চান না, তার ব্যক্তিগত জীবন মুখরোচক খবরে পরিণত হোক

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: