Thursday, 13 November 2014

রানী এবং আদিত্য চোপড়ার প্রতি মাসেই মধুচন্দ্রিমার পরিকল্পনা!


রানী মুখার্জি এখন অত্যন্ত আনন্দে আছেনচলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়ার সাথে তার বিদেশে বিয়ে হবার পরে তারা দুইজন আর গতানুগতিক মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগ পাননিকেননা, তারা দুইজনই নিজ নিজ পরিসরে কর্মব্যস্ত ছিলেন
যাইহোক, আদি এখন তার বধূ নিয়ে আট দিনের জন্য বিদেশে সুন্দর কোন স্থান ভ্রমণে যাবেন এমনও শোনা যাচ্ছে তারা প্রতি মাসেই হানিমুন উদযাপনে কোন না কোন জায়গায় বেড়াতে যাবার পরিকল্পনা করছেন
তাদের এক বন্ধুর থেকে জানা গেছে আদি এবং রানী দুইজনেই তাদের ওজন কমাচ্ছেনতাদের প্রায়শ বিদেশ ভ্রমণ ও নানা জাতের মজাদার খাবারের ছাপ তাদের মাঝে দেখা যাচ্ছে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: