ছোটপর্দার প্রিয়দর্শিনী অভিনেত্রী-মডেল ইশানা প্রথমবারের মতো একজন এইডস আক্রান্ত রোগীর মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করলেন ইশানা। রূপক বিন রৌফের রচনা ও পরিচালনায় ‘ইনবক্স’ শিরোনামে এই নাটকটিতে ইশানার রক্তে এইচআইভি পজেটিভ ধরা পড়ে।
নটকটিতে দেখা যাবে, উচ্ছল এক মেয়ে ইশানা। যার রক্তে হঠাৎ করেই এইচআইভি পজেটিভ ধরা পড়ে। অপরদিকে ইশানার বিপরীতে একজন আলোকচিত্রীর চরিত্রে অভিনয় করেছেন নাঈম। এইডস আক্রান্ত ইশানা আর আলোকচিত্রী নাঈমকে কেন্দ্র করেই এগিয়ে যাবে নাটকটির গল্প।
মরণব্যাধি এইডস আক্রান্ত রোগীর চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে ইশানা বলেন, ‘এ ধরনের চরিত্রে এটাই আমার প্রথম কাজ। অনেকটা চ্যালেঞ্জিং হলেও অভিনয় করতে গিয়ে চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমি এইডস রোগী। নিজেকেই ভয় পাচ্ছিলাম।’
ইশানা আরো জানান, বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক ও খন্ড নাটকে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকে অভিনয় করার তেমন কোনো ইচ্ছা নেই তার।

0 comments: