Thursday, 13 November 2014

আদিত্যর বেডরুমে রণবীরের প্রেমিকার পোস্টার কেন?


বান্দ্রায় অবস্থিত বলিউডের সুদর্শন হিরো আদিত্য রায় কাপুরের বাড়ি নিয়ে সম্প্রতি নতুন করে গুঞ্জনের সৃষ্টি হয়েছে তবে এমন কি আছে সেই বাড়িতে? নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে? কখনো যদি এই তারকার বাড়ির ভেতরে যাওয়ার সুযোগ পেয়েও যান তবে প্রথমেই আপনার নজরে পড়বে একটি পোর্টফলিও পোস্টারএ আর এমন কি?
হ্যাঁ, সন্দেহ জাগবে তখনই যখন সেই পোস্টারে দেখা মিলবে তারই বন্ধু রণবীর কাপুরের প্রিয়তমা ক্যাটরিনা কাইফের আকর্ষণীয় একটি ছবিকিন্তু রূপসী প্রেমিকা শ্রদ্ধা থাকতে আদিত্যর রুমে ক্যাটরিনা কেন? জানলে অবাক হবেন শোবার ঘরে কেবল ক্যাটরিনার ছবিই নয় রীতিমতো রাত জেগে ক্যাটরিনাকে দেখেন এবং আকার চেষ্টা করেনকিন্তু কেন?
হঠাৎ করেই ক্যাটরিনার প্রতি আদিত্যের প্রীতি বেড়ে গেল কেন? তবে শুনুন, হঠাৎ করেই ক্যাটরিনার প্রতি আদিত্যের দুর্বল হয়ে পরার পেছনেকারণ হল ফিতুর সিনেমাএই সিনেমায় একজন আর্টিস্টের ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে এই শ্রদ্ধার প্রেমিককে এবং বলা বাহুল্যই যে নায়িকার চরিত্রে থাকছেন ক্যাটরিনা আর তাই দিনরাত মনোযোগ দিয়ে কেবল ক্যাটরিনার ছবি আকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: