সালমান খানের বিপরীতে কিক সিনেমার সফলতার পর শ্রীলঙ্কান এই রূপসী অভিনেত্রী হলিউডে পা রাখতে চলেছেন। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমা ‘ডেফিনেশন অব ফিয়ার’র কাজ ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী।
তবে মজার ব্যাপার হল, বলিউডে পা রাখার পর এত দ্রুত কোন সমসাময়িক অভিনেত্রী হলিউডে সুযোগ না পাওয়ায় জ্যাকলিনকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এর সাথে সাথেই জ্যাকলিন তার টুইটার একাউন্টে হলিউডে ডেবিউ সিনেমার অত্যন্ত গোপন লুকটি প্রকাশ করে দেন। চলুন তবে দেখে নিই, সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমা ‘ডেফিনেশন অব ফিয়ার’এ বলিউডের এই অভিনেত্রীর লুকটি।


0 comments: